লোকচক্ষুর আড়ালে ক‍্যাটরিনা, আলিয়ার সঙ্গে টক্কর দিয়ে অন্তঃসত্ত্বা রণবীরের প্রাক্তনও?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা সন্তান আসার ধুম লেগেছে যেন। কয়েক সপ্তাহ আগেই দুই থেকে তিন হওয়ার খবর ঘোষনা করেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপু্র (Ranbir Kapoor)। কিছুদিন যেতে না যেতেই ফের জোর গুঞ্জন। এবার ক‍্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নিয়ে। বলিউডের এই সুন্দরীও নাকি মা হতে চলেছেন!

এমন গুঞ্জনের কারণ কী? আসলে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন ক‍্যাটরিনা।  না বিমানবন্দরে, না বলিউড পার্টিতে কোথাওই দেখা যায় না তাঁকে। এমনকি বেশ কিছুদিন হল সোশ‍্যাল মিডিয়া থেকেও দূরে রয়েছেন ক‍্যাট। আর তাতেই নেটিজেনদের একাংশের সন্দেহ হয়েছে, অভিনেত্রীও হয়তো সন্তানসম্ভবা।


এমনকি কয়েকজন এমনো দাবি করছেন, আগামী ১৬ জুলাই নিজের জন্মদিনেই নাকি বড় ঘোষনাটা করবেন ক‍্যাটরিনা। শেষবার করন জোহরের ৫০ তম জন্মদিনে দেখা গিয়েছিল তাঁকে। সেজেগুজে পরিচালকের পার্টি আলো করেছিলেন ক‍্যাট সুন্দরী। তারপর থেকেই আর দেখা নেই অভিনেত্রীর। এমনকি কফি উইথ করনের আমন্ত্রণও এড়িয়ে গিয়েছেন তিনি।

অবশ‍্য ক‍্যাটরিনার কাছে এমন পরিস্থিতি নতুন নয়। এর আগে ভিকির সঙ্গে বিয়ের ঠিক পরপ‍রই খবর ছড়িয়েছিল মা হতে চলেছেন নববধূ‌। ক‍্যাটরিনার টিম এবং ভিকির পরিবার গুঞ্জন উড়িয়ে দিলেও এক সূত্র সংবাদ মাধ‍্যমকে জানিয়েছিল, খবর সত‍্যি। ক‍্যাটরিনা বাস্তবিকই সন্তানসম্ভবা।

তবে তাঁর কাজের কোনো সমস‍্যা এতে হচ্ছে না বলেই জানিয়েছিল সূত্র। মেরি ক্রিসমাসের শুটিং করছেন ক্যাটরিনা। তবে মাঝে মাঝে তাঁর শারীরিক পরিস্থিতি আর মুডের উপরে নির্ভর ক‍রে বদলে যায় শুটিং শিডিউল। তবে এ ব‍্যাপারে কোনো মন্তব‍্য করেননি ভিক‍্যাট জুটি।

প্রসঙ্গত, ক‍্যাটরিনা ভিকি দুজনেই নিজের নিজের ছবি নিয়ে ব‍্যস্ত। আগামীতে ফোন ভূত আর মেরি ক্রিসমাস ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ফোন ভূত ছবিতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। অন‍্যদিকে মেরি ক্রিসমাসে ক‍্যাটের বিপরীতে থাকছেন বিজয় সেতুপতি।

সম্পর্কিত খবর

X