টেনে খুলে দিলেন অভিনবের প‍্যান্টের দড়ি, রাখির ‘জঘন‍্য’ কাণ্ডের বিরুদ্ধে #HeToo ট্রেন্ড নেটজনতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাখি সাওয়ান্ত (rakhi sawant) ও বিনোদন, এই দুই শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু এই বিনোদনের জন‍্যই এবার বড়সড় বিপদে পড়তে চলেছেন রাখি। বিগ বসে (bigg boss) ঢুকে নাকি তাঁর মন মজেছে অভিনব শুক্লার (abhinav shukla) উপর। ছলে বলে কৌশলে অভিনবের কাছাকাছি পৌঁছনোর জন‍্য নানান কাণ্ড ঘটাচ্ছেন তিনি। কিন্তু এবারে যেন সত‍্যিই সব সীমা লঙ্ঘন করে গেলেন রাখি।

ফ্লার্ট করতে করতে এক টানে খুলে দিলেন অভিনবের প‍্যান্টের দড়ি। রাখির কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ রুবিনা সহ বাকি প্রতিযোগীদের। তাঁকে কড়া ভাষায় সাবধানও করলেন রুবিনা, “আমার।স্বামীকে সম্মান না করলে সবার আগে আমার সম্মুখীন হতে হবে তোমাকে।”


পালটা রাখির বক্তব‍্য, অভিনব বাড়িতে রুবিনার।স্বামী হতে পারেন কিন্তু এখানে সবার কাছেই তিনি একজন প্রতিযোগী। তাঁকে ভালবাসেন রাখি, তাই তাঁকে তিনি উত‍্যক্ত করবেন। যার হিংসা করার করুক।

অপরদিকে রাখির এই ‘সস্তা বিনোদনে’ প্রবল অস্বস্তিতে পড়েছেন অভিনব। সঞ্চালক সলমন খানের সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর পরিষ্কার বক্তব‍্য, যদি রাখি এমন ‘বিনোদন’ চালিয়ে যান তবে বিগ বসের ঘর ছাড়তেও রাজি রয়েছেন তিনি। রাখির কাণ্ডে যে তিনি স্পষ্টতই অপমানিত হয়েছেন তা তাঁর গলার স্বরেই বোঝা গিয়েছে।

অপরদিকে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে একজোট হয়েছেন নেটিজেনরা। অভিনবের সঙ্গে অত‍্যন্ত অভদ্র আচরণ করেছেন তিনি। এমন অভিযোগ তুলে রাখিকে বিগ বস থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন নেটজনতা। নয়তো বয়কট করা হবে বিগ বস। পাশাপাশি #MeToo এর মতো পুরুষদের জন‍্য #HeToo শুরু করার দাবিও উঠেছে। টুইটারে এখন ট্রেন্ডিং #HeToo। তবে এই বিষয়ে এখন মুখ খোলেননি বিগ বস বা কালারস চ‍্যানেল কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

X