বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগেই একের পর এক বিপাকে পড়ে চলেছে অক্ষয় কুমারের (akshay kumar) ‘লক্ষ্মী বম্ব’ (lakshmi bomb)। কিছুদিন আগেই কামাল আর খান এই ছবির বিরুদ্ধে সরব হয়েছিলেন। লক্ষ্মী বম্ব ছবিতে লক্ষ্মী দেবীকে অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে ছবি বয়কটের (boycott) ডাক দেন তিনি। এবার ফের উঠেছে অক্ষয়ের ছবি বয়কটের দাবি।
নেটিজেনদের একাংশের অভিযোগ, অক্ষয়ের লক্ষ্মী বম্ব ‘লাভ জিহাদ’ এর প্রচার করছে। এই ঘোরতর অভিযোগ তুলেই ছবি বয়কটের ডাক দিয়েছে তারা। একদিকে যেমন প্রখ্যাত অলঙ্কার সংস্থা তনিশক এর নয়া বিজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে, তেমনি এবার লাভ জিহাদ প্রচারের অভিযোগ উঠল লক্ষ্মী বম্ব এর বিরুদ্ধে।
অবশ্য এটাই প্রথম নয়, কিছুদিন আগে সুশান্ত অনুরাগীরা সরব হয়েছিলেন অক্ষয় কুমারের বিরুদ্ধে। সুশান্ত সিং রাছপুতের মৃত্যুর পর থেকে একবারের জন্যও এই প্রসঙ্গে মুখ খোলেননি খিলাড়ি কুমার। কিন্তু নিজের ছবির ট্রেলার মুক্তির সময় আসতেই হঠাৎ করে মুখ খোলার কথা মনে পড়ল তাঁর। নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না অক্ষয়। এমনটাই অভিযোগ তুলেছিলেন অনেকে।
@akshaykumar aap bhi dusre acter ki Tarah nikale ……laxmi bomb nhi hota laxmi laxmi hota h..kabhi Allah bomb me kam karke dikhana dam h to….Kisi ki bhavnao ka kdra hi nhi h… Bollywood me ,, boycott Bollywood..
— Jitendra Pardhi (@Jitendr46576838) October 15, 2020
প্রসঙ্গত, সম্প্রতি লক্ষ্মী বম্ব নিয়ে একট টুইট করেন কামাল আর খান। তিনি লিখেছেন, ‘লক্ষ্মী একজন দেবী ও অক্ষয় কুমার তাঁর লক্ষ্মী বম্ব ছবিতে তাঁকে উপহাস করেছেন। মানুষের এই ছবি বয়কট করা উচিত যাতে অক্ষয় সঠিক শিক্ষা পান যে ভবিষ্যতে এমন ভুল আর না করেন। এটা ভারত, কানাডা না। এখানে দেবতা, দেবীদের পূজা করা হয়, উপহাস না।’
Is it true ? Then what is going on
Name of movie – #LaxmmiBomb
Release on festival – Diwali
Actor Name – Asif
Actress Name – Priya
Why they r promoting
LOVE JIHAD❓
What culture they r promoting❓#BoycottLaxmiBomb @ShefVaidya @vivekagnihotri @prachyam7— pradeepdilse (@pradeepdilse_) October 13, 2020
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের আগামী ছবি লক্ষ্মী বম্ব এর ট্রেলার। আর মুক্তি পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে ৭ কোটি বার দেখা হয়েছে এই ট্রেলার। সব ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে যা এখনো পর্যন্ত একটি রেকর্ড। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা টুইটারে এই তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, ‘রেকর্ড গড়ল লক্ষ্মী বম্ব। সব ডিজিটাল প্ল্যাটফর্মে ২৪ ঘন্টায় ৭ কোটি বার দেখা হয়েছে এই ট্রেলার। ২৪ ঘন্টায় ভারতে সবথেকে বেশি বার দেখা ট্রেলার এটি।’