মণিরত্নমের ওয়েব সিরিজে কোরানের অবমাননার অভিযোগ, বয়কটের ডাক নেটফ্লিক্সকে

বাংলাহান্ট ডেস্ক: আবারো বড়সড় বিপদের মুখে জনপ্রিয় OTT প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্স। টুইটারে নেটফ্লিক্স বয়কটের ডাক তুলে সরব হয়েছে নেটিজেনদের একাংশ। নেপথ‍্যে সদ‍্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘নবরস’ (navarasa)। মণিরত্নমের (mani ratnam) এই ওয়েব সিরিজের পোস্টারে কোরানের অবমানানা করা হয়েছে, এমনি অভিযোগ তুলে সিরিজ বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।

৬ অগাস্ট মুক্তি পেয়েছে অ্যান্থোলজি ওয়েব সিরিজ নবরস। নয়টি আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি এই সিরিজটি মানুষের চরিত্রের নয়টি রসকে প্রকাশ করে। নয়টি ভিন্ন ভিন্ন গল্পের জন‍্য ভিন্ন ভিন্ন পোস্টার তৈরি করা হয়েছে। সমস‍্যাটা হয়েছে ‘ইনমাই’ নামক গল্পের পোস্টারে। অভিযোগ উঠছে, এই গল্পের পোস্টারে কোরানের অবমাননা হয়েছে।

   

210888460 3080894002192738 1354620879181065290 n
মণিরত্নমের বিরুদ্ধে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে টুইটারে নবরস সিরিজটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। সঙ্গে ট্রেন্ড করছে হ‍্যাশট‍্যাগ ‘ব‍্যান নেটফ্লিক্স’ও। মণিরত্নম ও এই সিরিজের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেওয়ার দাবি করা হচ্ছে। এমনকি এক তামিল সংবাদ মাধ‍্যম বিতর্কিত পোস্টারটি ছাপে। ওই সংবাদ মাধ‍্যমকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে।

ইনমাই শব্দের অর্থ হল ভয়। এমনি বাকি আটটি গল্পে আরো আটটি রস ফুটিয়ে তোলা হয়েছে। ইনমাই গল্পটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ এবং পার্বতী থিরুভতু। বিজয় সেতুপতি, সূরিয়া, রেবতী, অশোক সেলভন, নাগা শৌর্য, প্রকাশ রাজের মতো নামী দক্ষিণী তারকারা অভিনয় করেছেন এই ওয়েব সিরিজে।

প্রসঙ্গত, ওয়েব সিরিজের প্রতি ক্ষোভ এই প্রথম নয়। এর আগে একাধিক সিরিজের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। ওয়েব সিরিজ এবং সংশ্লিষ্ট OTT প্ল‍্যাটফর্ম বয়কটের ডাক উঠেছে একাধিক বার। বিশেষ করে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন‍্য সইফ আলি খানকে গ্রেফতারের দাবিও উঠেছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর