ভারতে নিরাপদ মনে করেন না, তাহলে ছবি রিলিজ করছেন কেন? ‘হিন্দু বিরোধী’ বলে আমিরকে বয়কটের ডাক

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে চলছে ভাঁটার টান। একটা দুটো বাদে একটাও ছবি সাফল‍্যের মুখ দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) পর্যন্ত চিন্তায় রয়েছেন আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র (Laal Singh Chaddha) ভবিষ‍্যৎ নিয়ে। তাঁর চিন্তা আরেকটু বাড়িয়ে দিয়েছেন নেটনাগরিকরা। টুইটারে ফের ট্রেন্ডিংয়ে বয়কট লাল সিং চাড্ডা হ‍্যাশট‍্যাগ।

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরে একবার ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটনাগরিকদের একটা বড় অংশ। আমির করিনার পুরনো মন্তব‍্য, সাক্ষাৎকার খুঁড়ে আক্রমণ শানানো হয়েছিল। এবারেও ঘটেছে তেমনটাই। আমিরের একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনা হয়েছে।

Aamir Khan Laal Singh Chaddha 1200by667
সেখানে আমির বলেছিলেন, ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান। শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য স্ত্রী (এখন প্রাক্তন) কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান। তাঁর এই মন্তব‍্য নিয়ে ব‍্যাপক সমালোচনা হয়েছিল তখন।

কিন্তু আমির হয়তো ভাবতেও পারেননি যে তাঁর এই মন্তব‍্য ভবিষ‍্যতে ছবির সাফল‍্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। টুইটার ইতিমধ‍্যে ছেয়ে গিয়েছে বয়কট লাল সিং চাড্ডা হ‍্যাশট‍্যাগে। আমিরকে ‘হিন্দু বিরোধী’, ‘ভারত বিরোধী’ বলে দেগে দিয়েছেন অনেকেই। যে দেশে থাকাটা নিরাপদ মনে করেন না, সেই দেশে সিনেমা রিলিজ করছেন কেন? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটনাগরিকরা।

এর আগে দেশকে অসম্মানের অভিযোগ তুলে এখন নেটনাগরিকরা আমির ও লাল সিং চাড্ডাকে বয়কটের ডাক তুলেছিলেন। আমির একবার বলেছিলেন, শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট না করে বরং ওই টাকায় দরিদ্র শিশুদের খাওয়ানো উচিত। ২০২০ তে যখন বলিউডের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ উঠেছে দেশজুড়ে, তখন করিনা বলেছিলেন পছন্দ না হলে ছবি দেখবেন না। কেউ জোর করবে না।

এখন তাঁদের সেই মন্তব‍্যগুলি তুলে ধরে পালটা কটাক্ষ ছুঁড়ছেন নেটিজেনরা। টাকা খরচ করে এইসব অভিনেতা অভিনেত্রীদের ছবি না দেখে বরং সেই টাকায় দরিদ্র বাচ্চাদের খাওয়ান, বই পড়ুন। কিন্তু এদের ছবি দেখে দেশটাকে নষ্ট করবেন না, আর্জি নেটিজেনদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর