চুল ধরে টেনে মারধোর বোনকে, কার্তিকের বিরুদ্ধে গার্হস্থ‍্য হিংসার অভিযোগ নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নবাগতদের তালিকায় রয়েছেন অনেকেই। কিন্তু কার্তিক আরিয়ানের (Kartik aaryan) মতো এমন ‘চকলেট বয় ইমেজ’ কজন অভিনেতার রয়েছে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে শুধু অভিনয় না, রাজনৈতিক বিভিন্ন ইস‍্যু নিয়েও বেশ কয়েকবার নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। তবে সম্প্রতি একটি ভিডিওর জন‍্য নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কার্তিককে। গার্হস্থ‍্য হিংসায় (domestic violence) উস্কানি দিচ্ছেন, এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।


লকডাউনে অন‍্যান‍্য তারকাদের মতো গৃহবন্দি রয়েছেন কার্তিকও। আর ঘরে বসেই একের পর এক ভিডিও বানাচ্ছেন তিনি। এতদিন পর্যন্ত সেই মজার ভিডিওগুলি দেখে নেটিজেনরাও প্রশংসা করেছেন। কিন্তু তাঁর সাম্প্রতিক ভিডিওই বিপদে ফেলেছে অভিনেতাকে।
বোন কৃতিকার সঙ্গে মিলে এই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, বোনের তৈরি রুটি মুখে দিয়েই রেগে গিয়েছেন কার্তিক। তারপর সোজা বোনের চুল ধরে বারান্দায় টেনে নিয়ে গিয়ে নীচে ফেলে দিয়েছেন তিনি। মজার ছলে করলেও এই ভিডিওই কাঠগড়ায় দাঁড় করিয়েছে অভিনেতাকে।

 

কার্তিকের বিরুদ্ধে গার্হস্থ‍্য হিংসা ছড়ানোর অভিযোগে সরব হয়েছেন তারকারা। আর জে ইরা লিখেছেন, ‘নারীবিদ্বেষী ছবিতে অভিনয় করে এখন নিজেও এই ধরনের স্ক্রিপ্ট লিখে পরিচালনা করছেন!’ সরব হয়েছেন গায়িকা সোনা মহাপাত্রও। তাঁর মতে, কার্তিক এখন তরুণ প্রজন্মের আইকন। লকডাউনের কারনে এখন ২৪ ঘন্টা সবাইকে একসঙ্গে থাকতে হচ্ছে। তাঁর এই ভিডিও গার্হস্থ‍্য হিংসাকে উস্কানি দেবে।

https://twitter.com/KartikAaryanHQ/status/1251858048362123264?s=19

সমালোচনার মুখে পড়ে নিজের পেজ থেকে ভিডিওটি সরিয়ে দেন কার্তিক। তাঁর এই পদক্ষেপে সোনা লেখেন, ‘ভিডিওটি সরিয়ে ভাল কাজ করেছেন কার্তিক। ছবির ক্ষেত্রেও তিনি আশা করি তিনি এমনটাই করবেন এবার থেকে।’ তবে এখনও পর্যন্ত এই ভিডিওর ব‍্যাপারে মুখ খোলেননি অভিনেতা।

সম্পর্কিত খবর

X