বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতে বেশ জনপ্রিয় মুখ মনামী ঘোষ (monami ghosh)। বহুদিন ধরেই টিভি ধারাবাহিকে তাঁকে দেখে আসছে মানুষ। সেই হিসেবে তিনি বেশ ব্যস্ত অভিনেত্রীও বটে। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীদের মনোরঞ্জন করতে একদমই ভোলেন না মনামী। মাঝে মাঝেই নানা টিকটক (tiktok) ভিডিও (video) করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। দেখতে দেখতে ভাইরালও হয়ে যায় সেই সব ভিডিও। কিন্তু এবারে এই টিকটক করার জন্যই সমালোচনার মুখে পড়তে হল অভিনেত্রীকে।
সম্প্রতি একটি টিকটক ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন মনামী। আর সেখানেই নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন বয়কট করতে হবে টিকটক। অনেকেই মন্তব্য করেছেন, নিজের দেশকে ভালবাসলে এই অ্যাপটি বয়কট করুন।
https://www.instagram.com/p/B-Pk48BDuF0/?igshid=1vfr92310cj5d
আসলে সারা বিশ্বে করোনা মহামারির আকার ধারন করায় অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দুষছে চিনকে। যেহেতু চিনের উহান প্রদেশ থেকেই প্রথম এই ভাইরাসের খোঁজ পাওয়া যায় তাই অনেকেই মনে করছেন এই পুরো বিষয়টাই চিনের মস্তিষ্কপ্রসূত ও ইচ্ছাকৃত।
https://www.instagram.com/p/B-mQlEDDpZ0/?igshid=2krahz0qosm1
করোনার কারনে সারা দেশের অর্থনীতিতেই লেগেছে বিরাট ধাক্কা। তাই একদল মানুষ আওয়াজ তুলেছে চিনের কর্তৃত্ব কায়েম করার পরিকল্পনাকে সমূলে উপড়ে ফেলতে হবে। তাই তারা টিকটকের মতো চিনা অ্যাপ গুলিকে বয়কট করার দাবি তুলেছেন।
https://www.instagram.com/p/B-xNK8vjJb9/?igshid=6otcg37l8x6v
প্রসঙ্গত, ১৪ এপ্রিলের পর থেকে গোটা দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন যা চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত। এই বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন তারকারা। এই তালিকায় রয়েছেন মনামীও। কখনও নাচ কখনও গান দিয়ে অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন তিনি।
https://www.instagram.com/p/B-41_oWjE9z/?igshid=162kz7hr9q100
কিছুদিন আগেই গান গেয়ে সবার মন জয় করে নিয়েছিলেন মনামী। তাঁর সুমধুর কণ্ঠে ‘ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ কি আরজু জাগাউ’ গানটি শুনে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। এখনও পর্যন্ত ১ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মনামীর এই গান।