‘এটা ভারত,কানাডা নয়’, লক্ষ্মী দেবীকে উপহাসের অভিযোগে বয়কটের ডাক অক্ষয়ের লক্ষ্মী বম্বকে!

বাংলাহান্ট ডেস্ক: লক্ষ্মী বম্ব (lakshmi bomb) ছবিতে অপমান করা হয়েছে দেবী লক্ষ্মীকে (lakshmi)। এই গুরুতর দাবি তুলেই এবার অক্ষয় কুমারের (akshay kumar) ছবি বয়কটের (boycott) ডাক দিল নেটজনতার একাংশ। ফিল্ম সমালোচক কামাল আর খানের সুরে সুর মিলিয়ে তাদের দাবি অবিলম্বে বয়কট করতে হবে অক্ষয়ের ছবিকে।

আসলে সম্প্রতি লক্ষ্মী বম্ব নিয়ে একট টুইট করেছেন কামাল আর খান। তিনি লিখেছেন, ‘লক্ষ্মী একজন দেবী ও অক্ষয় কুমার তাঁর লক্ষ্মী বম্ব ছবিতে তাঁকে উপহাস করেছেন। মানুষের এই ছবি বয়কট করা উচিত যাতে অক্ষয় সঠিক শিক্ষা পান যে ভবিষ‍্যতে এমন ভুল আর না করেন। এটা ভারত, কানাডা না। এখানে দেবতা, দেবীদের পূজা করা হয়, উপহাস না।’

https://twitter.com/kamaalrkhan/status/1315522168395116544?s=19

প্রসঙ্গত, অতি সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের আগামী ছবি লক্ষ্মী বম্ব এর ট্রেলার। আর মুক্তি পাওয়ার পর ২৪ ঘন্টার মধ‍্যে ৭ কোটি বার দেখা হয়েছে এই ট্রেলার। সব ডিজিটাল প্ল‍্যাটফর্ম মিলিয়ে যা এখনো পর্যন্ত একটি রেকর্ড। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা টুইটারে এই তথ‍্য জানিয়েছেন। তিনি লেখেন, ‘রেকর্ড গড়ল লক্ষ্মী বম্ব। সব ডিজিটাল প্ল‍্যাটফর্মে ২৪ ঘন্টায় ৭ কোটি বার দেখা হয়েছে এই ট্রেলার। ২৪ ঘন্টায় ভারতে সবথেকে বেশি বার দেখা ট্রেলার এটি।’

গত ৯ অক্টোবর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ এর ট্রেলার। পোস্টার থেকে টিজার সবেতেই চমক দিয়েছিলেন অভিনেতা। এবার ট্রেলারেই তিনি দেখিয়ে দিলেন অ্যাকশন হোক বা বৃহন্নলার মতো চরিত্র, অক্ষয় সবেতেই একশোয় একশো।

akshay kumar 1590730022

কি আছে লক্ষ্মী বম্ব এর ট্রেলারে? কমেডি, হরর, রহস‍্য এককথায় সবই মিলবে ৩ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে। আগে টিজারেই জানা গিয়েছিল লক্ষ্মণ থেকে লক্ষ্মীর চরিত্রে রূপান্তরিত হতে চলেছেন অক্ষয়। কিন্তু তার পেছনে কারণটা কি?

ট্রেলারের শুরুতেই অক্ষয়কে বলতে দেখা যাচ্ছে, যদি কোনোদিন তাঁর সামনে ভূত আসে তবে তিনি হাতে চুড়ি পরে নেবেন। আশ্চর্যের বিষয়, শেষ পর্যন্ত তাই হল অভিনেতার সঙ্গে। ধীরে ধীরে লক্ষ্মীর চরিত্রে বদলে যেতে থাকলেন তিনি। এরপর লক্ষ্মী কি কি করে তাই নিয়েই ছবির গল্প।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর