নগ্ন কিয়ারাকে পোশাক পরিয়ে দিলেন ‘সহৃদয়’ নেটিজেনরা! হাসির রোল নেটপাড়ায়, দেখুন ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ২০১৪ সালে অক্ষয় কুমারের প্রোডাকশনে ‘ফাগলি’ ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখেন তিনি। কিন্তু ছবির সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ও দর্শকদের মন কাড়তে বাধ্য হয়। এরপর দীর্ঘ বিরতি। তারপর ফের ৪ বছর পর ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বড়পর্দায় ফিরলেন। এরপরেই তাঁর কেরিয়ারের গ্রাফ পরিবর্তন হতে শুরু করে। কথা হচ্ছে কিয়ারা আডবানীকে নিয়ে। একটা সময় অভিনয় দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন। আর এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন।

তবে এবার নিজের কোনও ছবির জন্য নয়, বরং একটি ফটোশুটের জন্যই ফের সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন কিয়ারা। সম্পূর্ণ নগ্ন অবস্থায়, শুধুমাত্র একটি পাতার আড়ালে নিজেকে ঢেকে ক্যামেরাবন্দি হয়েছেন কিয়ারা। এই ফটোশুটটি করা হয়েছে ডাবু রত্নানির ২০২০ ক্যালেন্ডারের জন্য।

https://www.instagram.com/p/B8tb_w5HCtW/?utm_source=ig_web_copy_link

এই ছবি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। টুইটারে উঠেছে মিমের ঝড়। নানা জনে নানা মন্তব্য করেছেন। এমনকি ফটোশপ করে কিয়ারার শরীরে পোশাকও পরিয়ে দিয়েছেন সহৃদয় নেটিজেনরা। এক নজরে দেখে নিন সেইসব মিম।

https://twitter.com/MovTVsMusAddict/status/1230038468123713536?s=19

https://twitter.com/dineshrajputkrd/status/1230015334628896768?s=19

https://twitter.com/MANISHREKHA96/status/1229833466797314050?s=19

প্রসঙ্গত, ডাবু রত্নানির ক্যালেন্ডারের জন্য বহু তারকাই ফটোশুট করেছেন। তার মধ্যে রয়েছেন বিদ্যা বালানও। বাথরোব পরে ফটোশুট করতে দেখা গিয়েছে তাঁকে। ভাইরাল হয়েছে সেই ছবিও। এছাড়াও সানি লিওনকেও দেখা গিয়েছে ডাবু রত্নানির জন্য ফটোশুট করতে। শুধু মাত্র একটি বইয়ের আড়ালে সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি তুলেছেন তিনি। ভাইরাল হয়েছে সেই ছবিও।

সম্পর্কিত খবর

X