বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কংগ্রেস ত্যাগ করার পর থেকেই তাকে নিয়ে নানারকম আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কটাক্ষ করেছেন কেউবা নানারকম ইঙ্গিত করছেন। ইতিমধ্যেই অমরিন্দর বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু অমরিন্দর সিংয়ের নাম নিয়েই তৈরি হলো বিভ্রাট।
যার জেরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করতে গিয়ে টুইটারে লোকে ট্যাগ করা শুরু করলেন ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিংকে। দুজনের নাম এক ঠিকই কিন্তু পদ একেবারেই আলাদা। আসলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের টুইটার হ্যান্ডেলের নাম @capt_amarinder অন্যদিকে ভারতীয় দলের গোলরক্ষক অমরিন্দর সিংয়ের টুইটার হ্যান্ডেলের নাম @Amrinder_1। আর এতেই বিভ্রান্তি তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
https://twitter.com/Amrinder_1/status/1443460931736932353?s=19
ঘটনা রীতিমতো বিব্রত ভারতীয় দলের গোলরক্ষক অমরিন্দর সিং। এদিন টুইট করে তিনি লেখেন, “সংবাদ মাধ্যম এবং সাংবাদিক বন্ধুরা, আমি অমরিন্দর সিং, ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক। আমি পাঞ্জাব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নই। হাত জোড় করে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে, তার খবরে আমাকে ট্যাগ করা বন্ধ করুন।” অমরিন্দর এই টুইটটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
I empathise with you, my young friend. Good luck for your games ahead. https://t.co/MRy4aodJMx
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 30, 2021
কেউ কেউ তো এও বলছেন, এত তাড়াতাড়ি ভেঙ্গে পড়ছেন কেন অমরিন্দর নতুন পার্টি তৈরি করলে তার কৃতিত্বও তো আপনাকেই নিতে হবে। এ নিয়ে ইতিমধ্যেই নিজে থেকে টুইট করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। তিনি লেখেন, ‘আমার বন্ধু, আমি আপনার প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আপনার ভবিষ্যতের খেলার জন্য শুভ কামনা।” প্রসঙ্গত উল্লেখ্য গোলরক্ষক অমরিন্দর সিং পাঞ্জাবেরই বাসিন্দা। ভারত তথা এটিকে মোহনবাগানের গোলকিপার হিসেবে সকলের কাছে ভীষণ পরিচিত তিনি।