বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়নি। নির্বিঘ্নে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের আনন্দ উপভোগ করতে পারছেন ইডেন গার্ডেন্সে উপস্থিত কলকাতাবাসী। কিন্তু সেই ইডেনেই হতাশ করলো কলকাতার ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা। রাজস্থান রয়্যালসের দেওয়া পাহাড়প্রমাণ রানের বোঝা তাড়া করতে নেমে খাতা না খুলেই ফিরলেন ঋদ্ধিমান সাহা।
দু দিন আগেই ম্যাচের আগে ইডেন গার্ডেন্স প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যেহেতু আমি এখন গুজরাট টাইটান্স দলের অঙ্গ তাই মোতেরাই এখন আমার ঘরের মাঠ, ইডেন নয়।” তার এই বক্তব্য ভালোভাবে নেননি নেটিজেনদের একটা বড় অংশ। তাই যখন তিনি আজ সঞ্জু স্যামসনদের বিরুদ্ধের ব্যাট হাতে ব্যর্থ হন, তখন সেই প্রসঙ্গ তুলে এনে তাকে খোঁচা দিয়েছেন কিছু ক্রিকেটপ্রেমী। তাদের দাবি দুটি বা তিনটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে নিজের সম্পর্কে বড় ধারণা হয়ে গিয়েছিল বঙ্গ উইকেটরক্ষকের, তাই আজ এই অবস্থা।
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে শুরুতে ব্যাট করতে বেশ কিছুটা বেকায়দায় পরে গিয়েছিল রাজস্থান। গত ম্যাচের নায়ক যশস্বী আজ ৩ রান করে আউট হন। বাটলারের ভাগ্য ভালো থাকায় তিনি বেশ কয়েকবার বেঁচে যান। কিন্তু শুরুর দিকে অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করছিলেন তিনি। এমন অবস্থায় রাজস্থানের হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন সঞ্জু স্যামসন। ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কা সহ ৪৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হন তিনি।
তিনি আউট হলে হাত খোলেন বাটলার। কিন্তু দেবদত্ত পাডিকল (২৮) ছাড়া আর কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। তবে বাটলার পরপর কয়েকটি বাজে ম্যাচের পর আজ আবার দুর্দান্ত ছন্দে ব্যাট করলেন ইনিংসের শেষদিকে। একসময় ৩১ বলে ৩০ রানে ব্যাটিং করতে থাকা বাটলার আজ যখন আলঝারি জোসেফের থ্রো-তে রান আউট হন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ১২টি চার ও ২টি ছক্কা সহ ৫৬ বলে ৮৯ রানের ইনিংস। গুজরাটের বোলাররা তাকে আটকাতে পারেননি। ব্যতিক্রম শুধু রশিদ খান। কোনও উইকেট না পেলেও নিজের চার ওভারে মাত্র ১৫ রান দেন তিনি। ২ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নেন অধিনায়ক হার্দিক।