বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু শাস্ত্র মতে ১৩৩ কোটি দেবদেবী রয়েছেন। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা দিন নির্ধারণ রয়েছে। সেরকমই বার হিসেবের সোমবারকে ভগবান শিবের (shiva) বার হিসেবের ধরা হয়। এই দিন অনেক হিন্দু বাড়ির মহিলারাই সকাল সকাল স্নান সেরে উপোস থেকে আগে বাবার মাথায় জল ঢেলে উপোস ভঙ্গ করেন।
অনেকের বাড়িতেই নানা ধরনের শিবের মূর্তি দেখতে পাওয়া যায়। কেউ শিবলিঙ্গ রাখেন, আবার কেউ কেউ ছবিও রাখেন। তবে ঘরে বা অফিসে শিবের ছবি রাখার আগে বেশকিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজন।
দেখা যায় অনেক সময় অনেকেই অফিসে তাদের নিজেদের কাজের ডেস্কে গণেশ ঠাকুরের মূর্তি রাখেন। এটা কিন্তু খুবই ভালো কাজ। তবে কখনও ভুল করেও শিব ঠাকুরের মূর্তি রাখবেন না। কারণ শিব ঠাকুরের মধ্যে প্রচুর মাত্রায় শক্তি থাকে। তাই ধারণা করা হয়, শক্তিতে শক্তিতে সংঘাতের ফলে উপকারের থেকে অপকার বেশি হয়।
তবে বাড়িতে রাখার ক্ষেত্রে ধ্যানরত শিব ঠাকুরের মূর্তি রাখা ভালো। পরিবারে সুখ এবং সমৃদ্ধি ছড়িয়ে যায়। সংসারে সুখের মুহূর্ত ছড়িয়ে পড়ে।