বদলে যাচ্ছে আধার কার্ড, কি কি নতুন সুবিধা আসছে জেনে নিন একপলকে

আধার কার্ডের (AADHAR card) চেহারা বদল হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথি এবার থেকে মিলবে পিভিসিতে। দেখতে হবে অনেকটা ডেবিট ক্রেডিট কার্ডের মতো। পাশাপাশি মিলবে আরো বেশ কিছু সুবিধাও। আর এর জন্য খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। কি কি সুবিধা?  কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিশদে

images 2020 10 15T183914.646

নতুন আধার কার্ডের সুবিধা

১. আগের থেকে ছাপার মান আরো উন্নত হচ্ছে। পাশাপাশি আগের কার্ডগুলির তুলনায় অনেকটাই টেকসই হবে এই নতুন আধার কার্ড।

২. আগের কার্ডগুলির চেহারা ছিল অনেকটাই বড়। ফলে মানিব্যাগ বা পার্সে নিয়ে চলাফেরার ক্ষেত্রে বেশ অসুবিধা হত। এবার ডেবিট কার্ড এর মত আকার হওয়ায় সেই অসুবিধা দূর হবে।

৩. হলোগ্রাম, ঘোস্ট ইমেজ, মাইক্রোটেক্সট-এর মতো নতুন কিছু নিরাপত্তা ফিচারস এর পাশাপাশি জলে ভিজলেও নষ্ট হবে না এই আধার কার্ড

৪। অফলাইন কিউআর ভেরিফিকেশনের সুযোগ থাকছে নতুন কার্ডে৷ থাকবে ইস্যু ও মুদ্রণের হওয়ার তারিখের উল্লেখও।

কী ভাবে আবেদন?

১.  www.uidai.gov.in ওয়েবসাইটের ‘মাই আধার’ ট্যাবে গিয়ে ‘অর্ডার আধার পিভিসি কার্ড’-এ ক্লিক করতে হবে।

২. এর পরে ১২ সংখ্যার আধার নম্বর অথবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি অথবা ২৮ সংখ্যার এনরোলমেন্ট আইডি দিতে হবে।

৩. ওটিপির জন্য দিতে হবে মোবাইল নম্বর। সেই নম্বরে  আসা ওটিপি ১০ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। তারপর  ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ বক্সে টিক দিয়ে সাবমিট করতে হবে।

৪.  মোবাইল নম্বর যুক্ত থাকলে এর পরে নতুন কার্ডের প্রিভিউ পাওয়া যাবে। এর পরে ‘মেক পেমেন্ট’ অপশনে গিয়ে দিতে হবে টাকা। টাকা দেওয়ার পর মিলবে ২৮ সংখ্যার সার্ভিস রিকোয়েস্ট নম্বর । যার মাধ্যমে পরে কার্ডের স্ট্যাটাস জানা যাবে।

সম্পর্কিত খবর