সাতদিন নায়িকা ছাড়া শুটিং, অবশেষে মিলল দিতিপ্রিয়ার ‘বিকল্প’, নতুন ‘অপর্ণা’ কে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নায়ক নায়িকার মধ্যে বিবাদের জেরে টেলিপাড়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে বিবাদের জেরে গল্পের (Serial) ট্র্যাকও খানিক ঘেঁটে গিয়েছে। আর্য অপর্ণা কাছাকাছি এসেও দূরে সরে গিয়েছে পরস্পরের থেকে। এর মাঝেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন অপর্ণা ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। খোঁজ চলছে নতুন অপর্ণার। বেশ কিছু নামও উঠে আসছিল মানানসই নায়িকা হিসেবে। অবশেষে হল জল্পনার অবসান।

‘চিরদিনই তুমি যে আমার’এ (Serial) নতুন অপর্ণার খোঁজ

খোঁজ মিলল নতুন অপর্ণার। গত কয়েকদিন ধরে একাধিক অভিনেত্রীকে নিয়ে চলছিল জল্পনা কল্পনা। নাম উঠে এসেছিল সৃজা দত্ত থেকে সম্পূর্ণা মণ্ডলেরও। কিন্তু শেষমেষ জানা গেল, টেলিভিশনের কোনও পরিচিত মুখ নয়, বরং নতুন অপর্ণা হিসেবে দেখা মিলবে মঞ্চাভিনেত্রী শিরিন পালের। শোনা যাচ্ছে, চারজন অভিনেত্রীর লুক সেট হয়েছিল। তাঁদের মধ্যেই ছিলেন শিরিন। তাঁকেই নাকি চূড়ান্ত করা হয়েছে।

New actress for aparna character in chirodini serial

কে নতুন অভিনেত্রী: সূত্রের খবর, ঝাড়গ্রামের মেয়ে শিরিন দীর্ঘদিন ধরেই মঞ্চাভিনয়ের সঙ্গে যুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর এখন মাস্টার্স করছেন তিনি। তাঁর পরিবারও যুক্ত অভিনয়ের সঙ্গে। ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি দলও পরিচালনা করে তাঁর পরিবার। আরও জানা গিয়েছে, তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুও নাকি যুক্ত অভিনয়ের সঙ্গে।

আরও পড়ুন : চিকেন সবজি দিয়ে চরম উপাদেয় পদ, ২০ মিনিটেই তৈরি হবে জিভে জল আনা ডিনার

কী চলছে সিরিয়ালে: দিতিপ্রিয়া সিরিয়াল (Serial) থেকে বেরিয়ে যাওয়ার পর গত সাতদিন নাকি নায়িকা ছাড়াই হয়েছে শুটিং। চিত্রনাট্যও অবশ্য সেভাবেই সাজানো হয়েছে। গল্পে এখন দেখানো হচ্ছে, হারিয়ে গিয়েছে অপর্ণা। তাকে হন্যে হয়ে খুঁজছে আর্য। নতুন অপর্ণা হয়ে কাকে দেখা যায় তার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন : ছুটি কাটাতে গিয়ে বিয়ে! চুপিসারে লাস ভেগাসে গাঁটছড়া বাঁধলেন তনুশ্রী, পাত্রটি কে?

প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে অবশ্য নতুন নায়িকার বিষয়ে এখনও কিছু খোলসা করা হয়নি। কবে থেকে নতুন অপর্ণার শুটিং শুরু হবে তাও স্পষ্ট নয়। তবে খুব বেশিদিন যে নায়িকাকে ছাড়া শুটিং চলবে এমনটা হবে না বলেই আশা করছেন দর্শকরা।