বাংলাহান্ট ডেস্ক : এবার উত্তরবঙ্গের (North Bengal) ডুয়ার্সেই মিলবে ওয়াটার অ্যাডভেঞ্চারের মজা। ডিসেম্বরেই সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রায়াল রান। কালিম্পংয়ের ডোভান থেকে ঘিস নদীতে এবার পর্যটকেরা স্নোরকেলিং, কায়াকিংয়ের অভিজ্ঞতা নিতে পারবেন সামান্য খরচেই। পাশাপাশি, পর্যটকদের (Tourist) মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টস জনপ্রিয় করে তুলতে ইয়েলবংয়ে আয়োজিত হতে চলেছে সেকেন্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভাল।
উত্তরবঙ্গের (North Bengal) নয়া আকর্ষণ
সমগ্র উত্তরবঙ্গের (North Bengal) এই জায়গায় একমাত্র রয়েছে গিরিখাত। রিভার ক্যানিয়ান ট্রেকিং দেশ-বিদেশের পর্যটকদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয়। পর্যটকদের স্নোরকেলিং, কায়াকিংয়ের অভিজ্ঞতা দিতে সেই পরিষেবা শুরু হল ডোভানে। আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুটি ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতা নেওয়ার জন্য পর্যটকদের খরচ করতে হবে মাত্র ৫০০ টাকা।
আরোও পড়ুন : পরপর চমকে ঠাসা পর্ব, দুর্গার নায়ক হয়ে ‘জগদ্ধাত্রী’তে ফিরছেন জি এর জনপ্রিয় অভিনেতা!
সরকারি যাবতীয় সুরক্ষা বিধি মেনেই চালু করা হয়েছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যে সহায়তা করছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনেস্ট্রেশন (GTA)। অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (ACT)। সংস্থার কনভেনার রাজ বসুর কথায়, ‘ওয়াটার অ্যাডভেঞ্চারের প্রতি নজর দিতে এধরনের ফেস্টিভাল আয়োজন। উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে যা বড় সুযোগ।’
জানা যাচ্ছে, পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গাইডদের। গোয়ার মতো কায়াকিং, স্নোরকেলিংয়ে আনন্দ এবার উপভোগ করা যাবে উত্তরবঙ্গেই। কায়াকিংয়ের অভিজ্ঞতা এতদিন পাওয়া যেত মেঘালয় , হৃষিকেশ কিংবা অরুণাচলপ্রদেশের গিরিখাতে। অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে ডোভানে। এমনকি আগামী দিনে দার্জিলিংয়েয়ের পাশাপাশি প্যারাগ্লাইডিংয়ের সুবিধা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কার্শিয়াংয়েও।