বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের জালিয়াতি ও আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছে। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের মোবাইলে মেসেজের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। বর্তমানে ভারতে কোটি কোটি ব্যাংক গ্রাহক রয়েছেন। ক্রমাগত ব্যাংকের গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আর তার সাথেই বৃদ্ধি পাচ্ছে ব্যাংক জালিয়াতির ঘটনা। মেসেজের মাধ্যমে জালিয়াতরা বিভিন্ন প্রতারণার ছক কষছে। ভুল করে এই মেসেজে সাড়া দিলেই নিমেষে খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাপারে ক্রমাগত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাবধান করা হচ্ছে গ্রাহকদের। ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গ্রাহকদের সর্বদা মেসেজ ও ইমেইলের বিষয়ে সজাগ থাকতে হবে।
আরোও পড়ুন : আদৌ ১৫ মার্চ থেকে চালু হবে তো গঙ্গার নীচের মেট্রো? পরিষেবা শুরুর আগেই বাড়ছে আশঙ্কা
অনেক সময় ব্যাংকের নাম করে জালিয়াতরা গ্রাহকদের ফোনে মেসেজ পাঠায়। স্টেট ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি গ্রাহকদের। স্টেট ব্যাঙ্ক জানাচ্ছে তাদের পক্ষ থেকে যে মেসেজ পাঠানো হয় সেখানে sbibnk, sbiinb, sbyono, atmsbi, sbi/sb- এই কোডগুলি অবশ্যই থাকবে।
আরোও পড়ুন : সুপ্রিম কোর্টের রাঁধুনির মেয়ের বিরাট নজির! স্কলারশিপ দেওয়ার জন্য উঠেপড়ে লাগল ২ মার্কিন বিশ্ববিদ্যালয়
যদি এই কোডগুলি না থাকে তাহলে বুঝতে হবে সেই মেসেজ ব্যাংক পাঠাচ্ছে না, এটি কোনও জালিয়াতি চক্রের কারবার। এছাড়াও ব্যাংক জানাচ্ছে, ব্যাংকের পক্ষ থেকে কখনোই গ্রাহকদের ওটিপি বা ডেবিট এবং ক্রেডিট কার্ডের তথ্য জানা হয় না। পাশাপাশি অনলাইন কেওয়াইসি করার জন্য তথ্য চাওয়া হয় না গ্রাহকদের থেকে। কেওয়াইসি করার জন্য ব্যাংক কখনোই লিংক প্রেরণ করে না গ্রাহকদের।
তাই এই ধরনের মেসেজ থেকে সর্বদা সাবধান থাকতে হবে গ্রাহককে। আবার কখনো কখনো প্যান নম্বর আপডেট করার জন্য জালিয়াতরা একটি নির্দিষ্ট লিংক প্রেরণ করে গ্রাহকের মোবাইলে। তবে স্টেট ব্যাংক জানাচ্ছে এই ধরনের লিংকে ক্লিক করলে গ্রাহকরা চলে যাবেন প্রতারকদের ওয়েবসাইটে। সেখানে গিয়ে ঘটে যেতে পারে চরম বিপদ। এমনকি নিমেষে খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট।