চীনের অ্যাপ ডিলিট করতে ভারত আনল নতুন অ্যাপ্লিকেশন, দুই সপ্তাহেই ১ মিলিয়ন ডাউনলোড

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) ও চীনের (china) মধ্যে বাড়ছে উত্তেজনা, পাশাপাশি চীনের প্রতি অসন্তুষ্ট বিশ্বের বহু দেশ। এই পরিস্থিতিতে চীনা অ্যাপের (app) বাজার ধ্বংস করতে ভারতের জয়পুর-ভিত্তিক একটি স্টার্টআপ ‘রিমুভ চায়না অ্যাপস’ (remove china apps)  নামে একটি নতুন অ্যাপ্লিকেশন এনেছে। যা চীনের তৈরি অ্যাপগুলি শনাক্ত করবে এবং সংশ্লিষ্ট গ্রাহককে তা  ডিলিট করতে সাহায্য করবে।

১ মে লঞ্চ হওয়ার পর থেকেই অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে প্রচুর সমর্থন পেয়েছে এবং দুই সপ্তাহেরও কম সময়ে এক মিলিয়ন ডাউনলোড অতিক্রম করেছে। এটি বর্তমানে গুগল প্লেস্টোরে থাকা ফ্রি অ্যাপ্লিকেশন গুলির মধ্যে ১ নম্বরে রয়েছে। রেটিং ৪.৮।

চীন ও ভারতের অশান্ত সীমান্ত পরিস্থিতিতে চিনা দ্রব‍্য বয়কটের ডাক দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ খ‍্যাত সোনম ওয়াংচুক । ভারত-চিন সীমান্তে সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন সোনম ওয়াংচুক।তিনি বলেন, “যখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় আমরা রাতে এই ভেবে ঘুমাতে যাই যে সেনা এর জবাব দেবে। কিন্তু এবার দেশের নাগরিকের পকেটের জোর বেশি কাজে আসবে সেনার বুলেটের থেকে।”

সোনম ওয়াংচুকের সুরে সুর মিলিয়ে এবার চিনা পণ‍্যের ব‍্যবহার বন্ধ করতে তৎপর হলেন আরশাদ ওয়ারসি, রণবীর শোরে সহ একাধিক বলি তারকা। থ্রি ইডিয়টসের ফুনসুক ওয়াংড়ু ওরফে সোনম ওয়াংচুকের চিনা পণ‍্য বয়কটের আহ্বানে সাড়া দিয়ে আগেই টিকটক ছেড়েছেন মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমন। এবার সেই পথেই হাঁটলেন অন‍্যরাও।

সম্পর্কিত খবর

X