করোনা ভাইরাস নিয়ে সচেতনা ছড়াতে এল নতুন অ্যাপ, এক্ষুনি করুন ডাউনলোড

বাংলাহান্ট ডেস্কঃ চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল।

জানুয়ারিতে কেরালায় করোনাভাইরাস ভারতে প্রবেশ করেছিল এবং একমাসেরও বেশি পরে, লক্ষ লক্ষ ভারতীয়ের তদন্তের আওতায় করোন ভাইরাসের ৪৩ টি নিশ্চিত ঘটনা দেখা গেছে। করোনভাইরাস প্রাদুর্ভাব ভারতীয় অর্থনীতিকে আঁকড়ে ধরার সাথে সাথে নিরাময়ের হাত থেকে দূরে থাকায় দেশটি প্রতিরোধের দিকে মনোনিবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে রবিবার (৮ মার্চ) থেকে টেলিকম অপারেটররা স্বাস্থ্য মন্ত্রকের আদেশের কারণে কোভিড -১৯ ব্যবহারকারীদের সতর্ক করতে শুরু করেছে।

corona virus jpg 710x400xt

এবার পাঞ্জাব সরকার করোনা সম্পর্কে সতর্ক করার জন্য এনেছে বিশেষ একটি অ্যাপ, নাম কোভা পাঞ্জাব (COVA Punjab)। করোনা ভাইরাস সম্পর্কে আমজনতার কৌতুহল মেটাতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে পাঞ্জাবের স্বাস্থ্য ও মানব কল্যাণ দপ্তর। অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন আমজনতা।

পাশাপাশি,  ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নানা পরামর্শই মেনে চলার চেষ্টা করছেন সাধারণ মানুষ। N95 মাস্ক পরা থেকে সাবান দিয়ে নিয়মতি হাত ধোয়া, সবই করছেন নিয়ম মেনে। অনেকেই জানতে চাইছেন, COVID-19 -এর মতো ভাইরাস থেকে দূরে থাকতে আরও কী কী করণীয়। সেই জন্যই এই অ্যাপ।


সম্পর্কিত খবর