এই সপ্তাহেই বাংলায় হবে বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ সবে মাত্র কেটেছে হোলি। রঙের উৎসবে বৃষ্টি না হলেও এই সপ্তাহেই  বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরের ৫ জেলাতেও হবে বৃষ্টি। আগামী ২-৩ দিন এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম রয়েছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম রয়েছে অর্থাৎ ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ। তবে গত ৪৮ ঘণ্টায় কলকাতায় কোন বৃষ্টি হয়নি।

weather 1

একটি শক্তিশালী এবং সক্রিয় পশ্চিমাবায়ু কাশ্মীরের কাছাকাছি অবস্থান করছে। এই পশ্চিমাবায়ুটির কারনে পূর্ব ও মধ্য ভারত জুড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাত, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, উত্তর ভারতে প্রবেশ করতে এখনো বায়ুটির বেশ কিছুদিন সময় লাগবে, কারন ইরান, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান পার করে আসতে হবে ঝঞ্ঝাটিকে।

উত্তর-পশ্চিম ভারতের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড মঙ্গলবার  বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বুধবার থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  বৃহস্পতিবার থেকে এই অঞ্চল জুড়ে  ভারী  বৃষ্টিপাত হতে পারে।আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থান জুড়ে বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা।পাশাপাশি ভারি বৃষ্টিপাত হবে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা।

সম্পর্কিত খবর