সত্যি হল জাপানের “বাবা ভাঙ্গা”-র ভবিষ্যদ্বাণী! চলে এল ভয়ঙ্কর সুনামি, ঘনিয়ে আসছে আরও বিপদ

Published on:

Published on:

New Baba Vanga's Prediction about Tsunami.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বাবা ভাঙ্গার নতুন অবতার হিসেবে বিখ্যাত জাপানের রিও তাতসুকি তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী (New Baba Vanga’s Prediction) সত্যি হওয়ার প্রসঙ্গে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। জাপানের এই মাঙ্গা আর্টিস্ট তথা কার্টুন শিল্পী রিও তাতসুকি ২০২৫-এর জুলাই মাসে ভয়াবহ বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি তাঁর বইতে এটাও জানিয়েছিলেন যে, ৫ জুলাই জাপানে ভয়ংকর সুনামি আছড়ে পড়তে চলেছে।

সত্যি প্রমাণিত হল রিও তাতসুকির (New Baba Vanga’s Prediction) ভবিষ্যদ্বাণী:

এমতাবস্থায়, ওই অনুমানের ২৫ দিন পর, অর্থাৎ ৩০ জুলাই ভোরে রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ঘটে। আর তারপরেই একাধিক দেশে জারি হয় সুনামি সর্তকতা। যার মধ্যে রয়েছে জাপানও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৯৯৯ সালে “ওয়াটশি গা মিতা মিরাই” অর্থাৎ “দ্যা ফিউচার আই স” বইতে একাধিক বিষয়ের পরিপ্রেক্ষিতে ভবিষ্যদ্বাণী (New Baba Vanga’s Prediction) করেছিলেন রিও তাতসুকি।

New Baba Vanga's Prediction about Tsunami.

এই ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে রাজকুমারী ডায়ানার মৃত্যু থেকে শুরু করে ফ্রেডি মার্কারির মৃত্যু, ২০১১ সালের মার্চের ভূমিকম্প এবং সুনামি সহ করোনার মতো ভয়াবহ মহামারীরও উল্লেখ ছিল। অর্থাৎ, এই ভবিষ্যদ্বাণীগুলি (New Baba Vanga’s Prediction) সত্যি বলে প্রমাণিত হয়েছে। এদিকে, রিও তাতসুকি এটাও জানিয়েছেন যে, ২০৩০ সালে করোনার নতুন এক প্রাণঘাতী রূপ আসবে। যেটি গতবারের তুলনায় বেশি ক্ষতি করবে।

New Baba Vanga's Prediction about Tsunami.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বুধবার রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৫২ সালের পর এটি রাশিয়ায় সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, এই ভয়াবহ ভূমিকম্পের পরেই রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা থেকে শুরু করে সেরগেই, লেবেডেভ এলাকায় আছড়ে পড়ে ৪ মিটার উঁচু সুনামির ঢেউ।

আরও পড়ুন: বড় বিপর্যয়ের আশঙ্কা! আমেরিকা-জাপান-রাশিয়ায় সুনামি সতর্কতা, নিরাপদে থাকার বার্তা দিলেন ট্রাম্প

এদিকে, সুনামি আছড়ে পড়েছে জাপানের উত্তরে হোক্কাইডো থেকে দক্ষিণে দক্ষিণে ওয়াকাইয়ামাতেও। শুধু তাই নয়, আমেরিকা সহ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও সুনামির সতর্কতা জারি হয়েছে। আলাস্কা-হাওয়াই দ্বীপপুঞ্জেও রয়েছে সুনামির আশঙ্কা। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, হলে সৃষ্ট প্রথম সুনামি আলাস্কার পশ্চিমে অ্যালিউশিয়ান আইল্যান্ডে আছড়ে পড়েছে।

আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত নিল চিন! ভারতের এই ৫ সেক্টর হতে পারে প্রভাবিত, বিশেষজ্ঞরা করলেন সতর্ক

শুধু তাই নয়, উত্তর ক্যালিফোর্নিয়া ছাড়াও দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও সুনামির প্রভাব পরিলক্ষিত হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভয়াবহ ভূমিকম্প এবং তীব্র সুনামির জেরে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে পারমাণবিক বিকিরণের আশঙ্কা তৈরি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ওই পারমাণবিক কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।