আপনি কি মাধ্যমিক পাশ ? আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তবে এই চাকরিতে অগ্রাধিকার আপনিই পাবেন। ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র কলকাতা জোনে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে। তাহলে আপনি যদি চাকরিপ্রার্থী হন, এখনই করুন আবেদন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (RSETI) -এ এইসব কর্মী নিয়োগ করা হবে। এটি বারাসতে অবস্থিত। নীচে চাকরির খুঁটিনাটি তুলে ধরা হল-
Faculty – (শুন্যপদ- ০১) –
যোগ্যতাঃ এই পদটির জন্য যেকোন শাখায় গ্রাজুয়েট। ইংরাজি ভাষায় কথা বলতে জানতে হবে। তবে যেকোন ভোকেশনাল কোর্স করা থাকলে এবং কম্পিউটারে ইংরাজি – হিন্দি টাইপ করার সক্ষমতা থাকলে অগ্রাধিকার।
বেতনঃ ২০,০০০/ মাস
বয়সঃ ২৫ থেকে ৬৫ বছর।
প্রার্থী বাছাই পদ্ধতিঃ লিখিত পরীক্ষা – ইন্টারভিউ – প্রেজেন্টেশন
Office Assistant(অফিস সহকারী) – (শুন্যপদ- 02) –
যোগ্যতাঃ
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে শাখায় গ্র্যজুয়েশন পাশ হতে হবে। একাউন্টিং -এর কাজ সম্পর্কে অল্পবিস্তর ধারণা থাকলে অগ্রাধিকার। স্থানীয় ভাষা স্বচ্ছ ভাবে বলতে জানতে হবে। ইংরেজি/ হিন্দি ভাষা বলতে জানলে অগ্রাধিকার। কম্পিউটারে MS Office (Word & Excel), Tally Software -এর কাজ জানা থাকতে হবে। কম্পিউটারে টাইপ করতে জানতে হবে।
বেতনঃ ১৫,০০০/মাস
বয়সঃ ১৮ থেকে ৪৫ বছর
প্রার্থী বাছাই পদ্ধতিঃ লিখিত পরীক্ষা – ইন্টারভিউ – প্রেজেন্টেশন
Attended – (শুন্যপদ- 01)-
যোগ্যতাঃ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উপরিউক্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। অবশ্যই স্থানীয় ভাষা পড়তে এবং লিখতে জানতে হব।
বেতনঃ ৮,০০০/ মাস
বয়সঃ ১৮ থেকে ৬৫ বছর
প্রার্থী বাছাই পদ্ধতিঃ শুধুমাত্র ইন্টারভিউ
Watchman (প্রহরী) – (শুন্যপদ- 01) –
যোগ্যতাঃ প্রহরী পদে আবেদন করতে চায়লে অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে। তবে Agriculture/ gardening/ horticulture বিষয়ে কোনরকম অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতনঃ ৫০০০/মাস
বয়সঃ ১৮ থেকে ৬৫
প্রার্থী বাছাই পদ্ধতিঃ শুধুমাত্র ইন্টারভিউ
অবেদনের পদ্ধতিঃ মনে রাখবেন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উপোরিউক্ত শুন্যপদ গুলি একেবারে চুক্তিভিত্তিক। প্রথমে ২ বছরের মেয়াদে নিয়োগ করা হবে। পরে প্রয়োজনীয়তা অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এবার আপনি আবেদন করতে চাইলে তা হবে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র যে খামের মধ্যে ভরে পাঠাবেন, ওই খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF……….(Faculty/ Office Assistan/ Attendent/ Watchman)”.
আবেদন পত্র পাঠানোর শেষ তারিখঃ ২২ মার্চ ২০২১, বিকাল ৪টা ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ The zonal manager, Bank of India, Kolkata zonal office, agriculture finance and financial inclusion department, 6th floor, 5, B.T.M Sarani, Kolkata- 700001
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।