আগামী মাসেই নিউটাউনে নতুন ক্যাম্পাস, হবে বিপুল কর্মসংস্থান! বড় ঘোষণা ইনফোসিসের

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। নতুন ক্যাম্পাস করার উদ্যোগ নিতে চলেছে বলে খবর। যদিও এর আগে ২০০৮ সালে এই পরিকল্পনা করেছিল সংস্থা কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার তারা বাংলায় নতুন প্রকল্পের কাজ শুরু করতে চায় বলে জানিয়েছে।

সূত্র মারফত খবর, ২০২৪ সালের ১৬ মার্চ নিউটাউনে নতুন অফিস চালু করতে চাইছে ইনফোসিস। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কলকাতায় কর্মসংস্থানের দরজা খুলে যাবে। কারণ এখন নিউটাউনে যে ভাড়া বাড়ি নিয়ে অফিস চলছে সেখানে রয়েছে ৪০০ কর্মী। সেখানে এবার ৫০ একর জমির উপর নতুন অফিসে বাড়তি নিয়োগ করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরোও পড়ুন : ফের ভয়ানক বিস্ফোরণ বাজি কারখানায়! প্রাণ হারালেন ১০জন, আহত বহু

গত ৭ ফেব্রুয়ারি রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ওই দফতরের দুই আধিকারিকের সঙ্গে বৈঠকে নতুন অফিস খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অন্যদিকে ইনফোসিস সূত্রে খবর, নতুন অফিসে বাড়তি কর্মীর প্রয়োজন হবে। এর ফলে কার্যত বিপুল নিয়োগের সুযোগ তৈরি হবে। রাজ্যের শিক্ষিত–মেধাবী ছেলেমেয়েদের চাকরির জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই।

আরোও পড়ুন : ‘বম্বে চলে কলকাতার জন্যই’, অরিজিতের কাছের মানুষের গান শুনে কেন একথা বললেন সৌরভ?

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা রাজ্যের মধ্যেই স্বপ্ন পূরণ করতে পারবেন।  ইনফোসিস সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, এখানে প্রায় ৩ হাজার ১০০ কর্মী নিয়োগ করতে চায় তারা। এই প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইনফোসিস। ২০২১ সালে রাজ্যস্তরের পরিবেশ পর্ষদকে দেওয়া রিপোর্ট থেকে অন্তত এমনটাই জানা গিয়েছে।

infosys kolkata 107117654

এই বিপুল বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়টি সামনে আনেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে, ইনফোসিসকে সেজ তকমা দিতে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জমি দিতে রাজি ছিলেন তিনি। তাই তথ্যপ্রযুক্তির সচিব দেবাশিস সেনকে বেঙ্গালুরুতে পাঠান মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠকের পরেই ইনফোসিসের সঙ্গে সমস্যা মিটে নতুন পথ খুলে যায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর