‘বম্বে চলে কলকাতার জন্যই’, অরিজিতের কাছের মানুষের গান শুনে কেন একথা বললেন সৌরভ?

বাংলাহান্ট ডেস্ক : দাদাগিরি মঞ্চে হাজির হন সাধারণ মানুষ থেকেই শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও। আর সিজন ১০’এ শুরু থেকেই তারকা সমাবেশে জমজমাট এই মঞ্চ। প্রেমে দিবসের রেশের মাঝেই সুরের মূর্ছনায় এই মঞ্চ মুখরিত করছেন বলিউড ও টলিউডের নামীদামী সঙ্গীতশিল্পীরা। তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, জয় সরকার, লোপামুদ্রা মিত্র, নিকিতা গান্ধী এবং অন্তরা মিত্র।

ব্রহ্মাস্ত্র ছবিতেও অরিজিতের সঙ্গে ডুয়েট গেয়েছেন ইন্ডিয়ান আইডল ২ খ্যাত অন্তরা। সেই গানই এদিন গাইলেন শিল্পী। ‘কেশরিয়া তেরা ইশক হ্যায় পিয়া…’র সুরে ভাসলেন মসলন্দপুরের মেয়ে অন্তরা। আর সেই সুরের সাগরে ডুব দিলেন সৌরভও। উল্লেখ্য, প্রীতমের সুরেই রণবীর-আলিয়ার জন্য সুপারডুপার হিট গানে গলা মিলিয়েছিলেন অরিজিৎ-অন্তরা। সেই গান শুনে অভিভূত সৌরভ গাঙ্গুলি। তিনি বললেন, ‘দারুণ… বম্বে চলে কলকাতার জন্যই’।

আরোও পড়ুন : ফের নক্ষত্র পতন! প্রয়াত বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, দুঃখের পাহাড় ভেঙে পড়ল যিশুর পরিবারে

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অরিজিৎ সম্পর্কে বলতে গিয়ে অন্তরা বলেন, ‘আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষই এত ভালোবাসা কুড়ান। আজকাল আর পাশাপাশি দাঁড়িয়ে গান রেকর্ড করার সুযোগ হয় না। একটা গানে কীভাবে গাইব সেই নিয়ে আলোচনা চলে না। অরিজিৎ জিয়াগঞ্জে থাকে এখন, আর আমি মুম্বইয়ে। তবে প্রীতমদার ব্রিফটা আমরা দুজনেই একইরকমভাবে বুঝি।’

আরোও পড়ুন : সুসংবাদ! সুর নরম RBI’র, এই দিন পর্যন্ত বাড়ল Paytm Payments Bank’র আয়ু

তবে শুধু অন্তরাই নয়, সেই প্রোমোতে দেখা গেল তৃণমূল বিধায়ক তথা গায়ক বাবুল সুপ্রিয় তাঁর এভারগ্রিন গান ‘খোয়া খোয়া চান্দ’ গেয়ে যেন এক পরিবেশ এনে দিলেন।  তার গানে মুগ্ধ সকলেই। তাঁকে সঙ্গ দিলেন জয় সরকার। একই এপিসোডে জয়-লোপার খুনসুটি মন কাড়বে দর্শকের। প্রসঙ্গত, আগের ঝলকে দেখা গিয়েছে সহ-প্রতিযোগী বাবুল সুপ্রিয় কথা প্রসঙ্গে  বলে ওঠেন, ‘জয় ভাজা মাছ উলটে খেতে জানে?’

 

এ কথা শুনেই তো রেগে আগুন  লোপামুদ্রা। রেগেমেগেই তাঁকে বলতে শোনা যায়, ‘জয় ভীষণ শান্ত, জয় ভীষণ ভালো মানুষ। আমার ইমেজটা খুব খারাপ’। তড়িঘড়ি বউয়ের মান ভাঙাতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি জয়। বলেন, ‘আজ রাতে বাড়ি ফেরার পর যে কী অপেক্ষা করছে তা আমি জানি না’। তখন আবার সৌরভ ড্যামেজ কন্ট্রোলে বলে ওঠেন, ‘আর না না!’ তখন রাগ গলে জল লোপামুদ্রার। গোটা মঞ্চ হাসিতে ফেটে পড়ে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর