বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতি আর বাংলা যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক মাস ধরে। এবার নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ (SSC Scam)। নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)।
গত ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নবম-দশম শ্রেণীর পরীক্ষার নম্বর বিভাজনসহ মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। এবার সেই তালিকা ঘিরেই দেখা দিয়েছে আপত্তি। অভিযোগ উঠছে, ভারত সরকারের সংরক্ষণ নিয়ম এই মেধাতালিকা তৈরি হয়নি। শুধু তাই নয় মেধাতালিকার বাইরে থেকেও চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।
দুর্নীতির অভিযোগ নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ দায়ের করা হয়। মামলার অনুমতিও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। জানা যাচ্ছে শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলাকারী অভিযোগ করেন, এসএসসি যে মেধাতালিকা প্রকাশ করেছে তাতে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। ওই মেধাতালিকার বাইরে থেকেও চাকরি পেয়েছেন অনেকে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এমনিতেই একাধিক মামলা রয়েছে। নবম-দশম, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি পর্যন্ত প্রায় সমস্ত নিয়োগেই ঢালাও বেনিময় হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। এসএসসি-র বিরুদ্ধে এই নতুন মামলার শুনানিতে রায় কোন দিকে যায় সেটা নিয়েই উৎসাহী সকলে।
এসএসসি-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন সদ্য মন্ত্রীত্ব খোয়ানোন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি এসএসসির ৪ প্রাক্তন এবং এখনকার কর্তা সিবিআই অফিসারদের কাছে হাজিরা দেন বলে জানা যাচ্ছে।