নতুন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। বিপরীতে নামছে সবথেকে ‘ ভারী’ ক্রিকেটার।

 

 

বাংলা হান্ট ডেস্ক: এক এক জন মানুষের শরীরের গঠন এক এক রকম। তবে এই গঠনের জন্য মানুষ থেমে থাকেনা। এই সত্যটা প্রমাণ করে দিলেন রাখিম কর্নওয়াল। ১৪০ কেজি র  ভারি চেহারা নিয়েও  চুটিয়ে বোলিং ব্যাটিং সবই করেন। একদিনের সিরিজ শেষ হলে ভারত – ওয়েস্ট ইন্ডিজ যে দুটি টেস্ট ম্যাচ খেলবে তাতেই ভারতের বিরুদ্ধে নামতে চলেছে সবথেকে ভারী এই ক্রিকেটার।২৬ বছরের এই ক্রিকেটারের উচ্চতা ৬ফুট ৫ ইঞ্চি এবং ওজন ১৪০ কেজি।ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে এই প্রথমবার খেলবেন তিনি।

২৬ বছর বয়স কর্নওয়ালের। অ্যান্টিগায় জন্ম। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা তাঁর। ওজন ১৪০ কেজি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এই প্রথমবার ডাক পেলেন তিনি। প্রথম শ্রেণীর ৫৫টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৬০।ভারতীয় ক্রিকেটারদের কাছে নতুন চ্যালেঞ্জ এই ক্রিকেটার।

 

সম্পর্কিত খবর