বাংলাহান্ট ডেস্ক: সব চ্যানেলেই প্রায় সিরিয়াল (Serial) শেষ হওয়ার ধুম লেগেছে। হঠাৎ করেই একের পর এক মেগার গল্পে ইতি টানছে প্রথম সারির দুটি চ্যানেলই। অদ্ভূত ভাবে তালিকায় রয়েছে বেশিরভাগই নতুন সিরিয়াল। একাধিক সিরিয়াল শেষ এবং নতুন সিরিয়াল শুরু হওয়ার জন্য স্লটও বদলাচ্ছে বেশ কিছু মেগার।
জি বাংলা এবং স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সবার আগে শেষ হচ্ছে ‘মিঠাই’। দীর্ঘ আড়াই বছর ধরে সম্প্রচার হওয়ার পর আগামী ১১ জুন বন্ধ হতে চলেছে এই সিরিয়াল। তবে মিঠাই যে বন্ধ হবে তা আগে থেকেই জানা ছিল। তাই দর্শকরা মোটামুটি প্রস্তুত ছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে আরো কয়েকটি সিরিয়ালও একই পথ ধরতে চলেছে।
এর মধ্যে রয়েছে জি বাংলার ‘সোহাগ জল’। কয়েক মাস হল শুরু হয়েছে এই সিরিয়াল। এখনো এক বছরও হয়নি মেগাটির। সোহাগ জলের শুরুই হয়েছিল বিতর্ক দিয়ে। তবুও টিআরপি মন্দ উঠত না। কিন্তু হঠাৎ করেই সিরিয়ালটি বন্ধের গুঞ্জন শোনা যেতে দর্শকরা মুষড়ে পড়েছেন।
শোনা যাচ্ছে, মিঠাই শেষ হওয়ার পরেই নাকি শেষ হয়ে যেতে চলেছে সোহাগ জল। এই মুহূর্তে গল্পে দেখানো হচ্ছে, শুভ্র জুঁই সহ গোটা পরিবারকে ঘোল খাইয়ে সম্পত্তি হস্তগত করে ফেলেছে সাম্য এবং বেণী। এর মধ্যেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবর নিয়ে শোরগোল।
উল্লেখ্য, জি তে নতুন সিরিয়াল ‘ফুলকি’র আগমনের জন্য একাধিক মেগার সময় বদলেছে। প্রাইম টাইম সাড়ে সাতটার স্লটে আসতে চলেছে এই নতুন সিরিয়াল। এর জন্য বেঙ্গল টপার ‘গৌরী এলো’কে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ছটার স্লটে। মিঠাই শেষের পর এই সময়ে দেখা যাবে গৌরী এলো।
অন্যদিকে সময় বদলাচ্ছে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালেরও। রাত দশটা থেকে বদলে রাত সাড়ে নটায় এসেছিল এই নতুন মেগা। এবার আবার স্লট বদলে নটার সময়ে পাঠানো হচ্ছে ইচ্ছে পুতুলকে। এই সময়েই দেখা যায় সোহাগ জল। কিন্তু এই সিরিয়ালের কোনো নতুন সময় এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি বলেই চাঞ্চল্য বেড়েছে।
অপর দিকে স্টার জলসায় শেষ হয়ে যাচ্ছে ‘মেয়েবেলা’। এমনি গুঞ্জন ছড়িয়েছে। কয়েক সপ্তাহ আগেই এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তারপরেই এল এই খারাপ খবর। মেয়েবেলা নাকি শেষ হয়ে যাচ্ছে। আসলে এই সিরিয়ালের স্লটে নতুন মেগা ‘সন্ধ্যাতারা’ আসার খবর ঘোষণা হওয়ার পরেও মেয়েবেলার স্লট জানানো হয়নি। তাতেই চিন্তায় পড়েন দর্শকরা।
তবে সম্প্রতি মৌ ওরফে স্বীকৃতি মজুমদার একটি ভিডিও বার্তায় জানান, মেয়েবেলা এখনি শেষ হচ্ছে না। তবে নতুন কোন সময়ে দেখা যাবে এই সিরিয়াল সেটা অবশ্য জানা যায়নি।