ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা, লম্বা সময়ের জন্য টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই একদিকে যেমন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি তেমনি অন্যদিকে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী। তাই বিশ্বকাপের পর কোচ কে হবেন সেটাই ছিল সব থেকে বড় প্রশ্ন। প্রথম থেকেই নাম ভাসছিল রাহুল দ্রাবিড়ের। এমনকি শ্রীলঙ্কাতে তাকে কোচ করে পাঠানোর পর থেকেই কার্যত বিসিসিআইয়ের এ বিষয়ে মানসিকতা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল।

কিন্তু এরই মাঝে ফের একবার এনসিএ প্রধানের পদের জন্য আবেদন করেন রাহুল দ্রাবিড়। যার ফলে মনে হচ্ছিল কোচিংয়ের দৌড় থেকে সরে গেলেন তিনি। কিন্তু ফের একবার মাস্টার স্ট্রোক দিল বিসিসিআই। একটা সময় অধিনায়ক সৌরভের কথাতেই ব্যাটিংয়ের সাথে সাথে উইকেট কিপিং গ্লাভসও হাতে তুলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়ও। এবার ফের একবার ক্রিকেটের দ্য ওয়ালকে রাজি করালেন দাদাই। সূত্রের খবর অনুযায়ী, প্রথম থেকে এই বিষয়ে রাজি ছিলেন না রাহুল। কিন্তু তারপরেই তার সঙ্গে একান্ত বৈঠকে বসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ।

মাঠের বাইরেও অধিনায়কের কথা ফেলতে পারেননি দ্রাবিড়। বিসিসিআই ক্যাপ্টেন অবশ্য শুরু থেকেই জানিয়ে ছিলেন, রাহুল দ্রাবিড় হতে চলেছেন নতুন কোচ, কিন্তু মাঝখানে তৈরি হয় অনেক জল্পনা। তবে এবার জানা গিয়েছে আগামী ২০২৩ বিশ্বকাপ অবধি রাহুলকেই দলের দায়িত্ব তুলে দিলেন সৌরভ। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাহুল দ্রাবিড় রাজি হয়েছেন। এর থেকে শুভ সংবাদ আর কিছুই হতে পারে না। তাই তিনিই হতে চলেছেন ভারতের পরবর্তী কোচ।

IMG 20210819 112800

সৌরভ গাঙ্গুলী ভালোমতোই জানেন, কোন ব্যক্তিকে কোন পদে বসালে কাজের কাজ হবে। আর তাই প্রথম থেকেই দ্রাবিড়ের দিকে ঝুঁকেছিলেন তিনি। এমনকি রাহুল এনসিএ পদের আবেদন করার পর তিনি এও জানিয়েছিলেন, আমার সাথে এখনও দ্রাবিড়ের কথা হয়নি আমি নিজে কথা বলব। আর তার কথাতেই এবার কাজ হল, রাজি হয়ে গেলেন রাহুল।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর