নতুন করে করোনা হামলা লোকসভাতে, আক্রান্ত আরো দুই

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ( corona) ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেল না লোকসভাও। জানা যাচ্ছে, শুক্রবার লোকসভা ( lok sabha) সচিবালয়ের দুজন কর্মচারী করোনার ভাইরাসে সংক্রামিত হয়েছেন, যার মধ্যে একজন নিরাপত্তা কর্মী।

PicsArt 05 24 04.05.31

সচিবালয়ে মোট তিনটি করোনা সংক্রমণ এর ঘটনা ঘটেছে, সুতরাং আরো আক্রান্ত হবার সম্ভাবনা বর্তমান । সূত্র জানায়, সচিবালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীকে প্রথমে করোনায় আক্রান্ত দেখা গিয়েছিল। ২৩ শে মার্চ বাজেট অধিবেশন স্থগিত হওয়ার পর থেকে তিনি বাড়ি চলে গিয়েছিলেন।

সূত্র জানায়, এদের মধ্যে একজন সুরক্ষা কর্মচারী, অপর কর্মীরা সংসদ আনেক্সে ভবনে সম্পাদকীয় ও অনুবাদ পরিষেবাতে কাজ করছেন। সম্পাদকীয় ও অনুবাদ পরিষেবায় এই কর্মচারী অফিসে এসেছিলেন ৩ মে পরে।

লোকসভা সচিবালয় প্রশাসন কাজ শুরু করার আগেই ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছিল এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। অনুমতি ও পরীক্ষা ছাড়া কাউকে সংসদ ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি সংসদ চত্বরে প্রবেশের আগে যানবাহনকেও সংক্রমণমুক্ত করা হচ্ছে।

সংসদ সচিবালয় এবং এর সাথে অন্যান্য শাখায় কর্মরত আরও কিছু কর্মচারীর মধ্যেও করোনার ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। প্রসঙ্গত, সংসদ ভবনের পাশেই অনেক সরকারী ভবন রয়েছে। এর মধ্যে রয়েছে কৃষিভবন, শাস্তি ভবন, নীতিনিয়োগ অফিস, বেশ কয়েকটি মন্ত্রক ও মন্ত্রীর কার্যালয়, যেগুলি কোভিড -১৯-এর কারণে জন্য সিল করে দেওয়া হয়েছিল.

সম্পর্কিত খবর