বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে থেকেই উন্মাদনা থাকে সাধারণ মানুষের মধ্যে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে একাধিক সরকারি পরিষেবার লাভ ওঠাতে পারেন সাধারণ মানুষ। এই ক্যাম্পে একাধিক সমস্যার সমাধান করা হয়। এছাড়াও বিভিন্ন পরিষেবার জন্য এই ক্যাম্প থেকে আবেদন করা যায়।
এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলে মুকুব হতে পারে আপনার বিদ্যুতের বিল (Electric Bill)! হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাধারণ মানুষের জন্য এবার একটি বড় ঘোষণা করল রাজ্য সরকার। বিদ্যুৎ বিল মুকুবের পাশাপাশি নতুন বিদ্যুতের কানেকশন সম্পর্কিত নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।
আরোও পড়ুন : আর মাত্র কয়েক মিনিট! রবিবারের আগেই রবি অভিযান আদিত্য L1’র, কাউন্টডাউন শুরু ISRO-র
নতুন কানেকশন নিতে গেলে আপনাকে আবেদন করতে হবে রাজ্য বিদ্যুৎ দপ্তরে। আবেদন করার তিন দিনের মধ্যে পর্যবেক্ষণের পর দিয়ে দেওয়া হবে কোটেশন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার চার দিনের মাথায় আপনাকে দেওয়া হবে নতুন কানেকশন। এছাড়াও যে সকল মানুষের বিদ্যুৎ বিল বাকি রয়েছে তাদের চিন্তা করার দিন শেষ।
আরোও পড়ুন : আপনার মৃত্যু হলেও শরীরের একমাত্র এই অংশটিই সচল থাকবে ১০ বছর! অবাক লাগছে? দেখুন
যাদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তাদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে সকল ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহকদের বিল দীর্ঘদিন ধরে বাকি পড়ে রয়েছে তাদের এককালীন বকেয়া বিলের ৫০% মেটাতে হবে ৩১.১২.২০১৮ পর্যন্ত। মুকুব করা হবে বাকি ৫০ শতাংশ বিলের টাকা। পাশাপাশি মুকুব করা হবে সারচার্জ। তবে এক্ষেত্রে একটি কথা বলা বাঞ্ছনীয়।
এককালীন ৫০ শতাংশ বিদ্যুতের বিল মুকিব করা হবে তাদের যাদের ব্যক্তিগত বা বেনিফিসিয়ারি কমিটি দ্বারা পরিচালিত স্যালো, ডিপ টিউবওয়েল, আর এল আই সংক্রান্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে। বিদ্যুৎ বিল মুকুবের আবেদন আপনারা জানাতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।