বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। দিনে দিনে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই সংক্রমণে রাশ টানতে করোনা প্রবন রাজ্য গুলি জারি করেছে কারফিউ থেকে লকডাউনও। সেই মত দিল্লিতেও (Delhi) লকডাউন জারি করল কেজরিওয়াল সরকার।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জানান, ‘সেখানে আর মাত্র ১০০ আইসিইউ বেড খালি রয়েছে। আকাল দেখা দিয়েছে অক্সিজেনেও। পরিস্থিতি মোকাবিলা করতে আজ সোমবার রাত থেকেই সেখানে জারি হবে লকডাউন (Lockdown)। চলবে আগামী ছয় দিন। সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার সকাল ১০ টা পর্যন্ত লাগু থাকবে এই লকডাউন।
লকডাউনের খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভিড় জমাতে শুরু করে বাজারঘাটে। তবে যথারীতি নজরকাড়া ভিড় লক্ষ্য করা গেল দিল্লির মদের দোকান গুলিতে। সূরাপ্রেমীরা (Alcohol Lover) দীর্ঘ লাইন দিয়ে কিনতে শুরু করে দিয়েছে মদ। এবার সেই মদের লাইন থেকেই উঠে এল এক বৃদ্ধার ভিডিও। ভিডিও তে বৃদ্ধা করোনা রুখতে ভ্যাকসিন না, মদ দরকার বলে জানায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিও টিতে নেটিজেনরা ভিন্ন প্রতিক্রয়া দিতে শুরু করেছেন। বৃদ্ধার ওই ভিডিও যথেষ্ট মনও জয় করেছে নেটিজেনদের।
ভিডিওতে ওই বৃদ্ধা বলছেন, দিল্লিতে লকডাউনের প্রভাব ব্যাপক ভাবে পড়বে সুরপ্রেমীদের উপর। এমনকি তিনি এও বলেন যে, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে রাতে এক পেগ করে মদ খেয়ে আমি বেঁচে আছি, এর ফলে আমার কখনও কোনও আলাদা করে ডোজ বা ওষুধ নেওয়ার প্রয়োজন হয়নি।’ বৃদ্ধার দাবি লকডাউন হলেও মদের দোকান খুলে রাখা উচিত, এর ফলে মানুষ হাসপাতালে অনেক কম যাবে।
দেখুন সেই ভাইরাল ভিডিও—-
#WATCH Delhi: A woman, who has come to purchase liquor, at a shop in Shivpuri Geeta Colony, says, "…Injection fayda nahi karega, ye alcohol fayda karegi…Mujhe dawaion se asar nahi hoga, peg se asar hoga…" pic.twitter.com/iat5N9vdFZ
— ANI (@ANI) April 19, 2021