বাংলাহান্ট ডেস্ক : দীঘায় ঘুরতে গেলে রাত সাড়ে ১১ টার মধ্যে ফিরতে হবে হোটেলে। প্রশাসনের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল দীঘার পর্যটকদের জন্য। নিয়ম অমান্য করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এমনকি দীঘার দোকানপাটও রাত সাড়ে ১১ টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাঙালির কাছে অতি প্রিয় ডেস্টিনেশন হল দীঘা।
উইকেন্ড হোক কিংবা কোনও ছুটি, হাতে কয়েকটা দিনের সময় পেলেই সমুদ্র নগরীর দীঘায় ঘুরতে চলে যান মানুষ। যুগের পর যুগ ধরে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহর পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। এবার থেকে আর রাত পর্যন্ত দীঘার সমুদ্রের ধারে বসে সময় কাটানো যাবে না। রাত পর্যন্ত পর্যটকদের বাইরে থাকা নিষিদ্ধ করল পুলিশ।
আরোও পড়ুন : সরস্বতী পুজোয় মেয়েদের কলেজে ঢুকে শ্লীলতাহানি তৃণমূলের! ‘পোশাকটা যদি খুলি …’, গুরুতর অভিযোগ ছাত্রীদের
সম্প্রতি অভিযোগ ওঠে দীঘায় এক পর্যটক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশ-প্রশাসনকে। দীঘায় নারীদের সুরক্ষা নিয়ে ওঠে প্রশ্ন। পর্যটকদের সুরক্ষার কথা ভেবে এবার পুলিশ কড়া অবস্থান নিল। পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। পর্যটকদের উদ্দেশ্যে বলা হয়েছে রাতে যেন তারা হোটেলে থাকেন।
দীঘা থানার ওসি অভিজিৎ পাত্র জানিয়েছেন, ‘‘পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাড়ে ১১টার মধ্যে সব দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও সাড়ে ১১টার মধ্যে হোটেলে ঢুকে যেতে বলা হয়েছে। দিঘাজুড়ে মাইকিং করা হয়েছে। এবার রাতে বাইরে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’