৬ ঘন্টায় পৌঁছে দেবে কলকাতা থেকে মুম্বই, চালক ছাড়াই ছুটবে এই বুলেট ট্রেন! কবে চালু হচ্ছে এদেশে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’এর স্বপ্নে ভর করতে ছুটছে দেশ। দেশবাসীর সুবিধার্থে একের পর এক উন্নয়নের কাজ করে চলেছে সরকার। এবার সেই তালিকায় জুড়তে চলেছে বুলেট ট্রেনের (Bullet Train) নাম। যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য জাপানের সঙ্গে চুক্তি করে এদেশে নিয়ে আসা হচ্ছে বুলেট ট্রেন। আসন্ন জাপান সফরে সেই অত্যাধুনিক ট্রেনের নতুন সংস্করণ দেখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর জাপান সফরেই বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে আপডেট

আগামী বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শুরু হচ্ছে ভারত-জাপান শীর্ষ সম্মেলন। এই সফরেই বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে বড় আপডেট আসতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, শুক্রবারই মিয়াগিতে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে নির্মীয়মাণ ই-১০ সিরিজের বুলেট ট্রেন (Bullet Train) দেখতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা নিয়ে যেতে পারেন তাঁকে।

New e 10 series bullet train in coming to India

কোন ট্রেন আসছে ভারতে: উল্লেখ্য, সেই ২০১৫ সালে মোদীর জাপান সফরকালে বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তখন ঠিক হয়েছিল বুলেট ট্রেনের (Bullet Train) ই-৫ সিরিজটি আনা হবে ভারতে। কিন্তু এবার মত বদল জাপানের। ই-১০ সিরিজ ভারতে আনা নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে কথা হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন : সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে আবেদন, রাজ্যের নিদান ‘টোটো চালান’! ক্ষুব্ধ বিচারপতি সিনহা দিলেন বড় নির্দেশ

কতক্ষণ লাগবে পৌঁছাতে: আপাতত মুম্বই-আমহেদাবাদের মধ্যে চালু হতে চলেছে এই বুলেট ট্রেন। ঘন্টায় ৩২০ কিমি গতিবেগ হওয়ায় এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। আর কলকাতা থেকে মুম্বই মাত্র ৬ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে। এখনও পর্যন্ত জাপানেই চালু হয়নি এই সিরিজের বুলেট ট্রেন (Bullet Train)। সে দেশে চালু হওয়ার পরেই ভারতে বুলেট ট্রেন পরিষেবা চালু হবে বলে খবর।

আরও পড়ুন : ইলিশের পেটে ডিম আছে কিনা বুঝবেন কীভাবে? ঠকতে না চাইলে জেনে রাখুন এই সহজ ট্রিকস

জানা যাচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই বুলেট ট্রেনগুলি। কোনও ভাবেই বেলাইন হবে না এই ট্রেন। সাইক্লোন থেকে ভূমিকম্প, এমনকি মুখোমুখি সংঘর্ষ হলেও কোনও ক্ষতি হবে না। চালক ছাড়াই চলবে ইঞ্জিন। যা ক্ষয়ক্ষতি তা প্রথম কামরাটিই সামলে নেবে। তাই দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা নেই।