বাংলাহান্ট ডেস্কঃ কথা রাখলেন মোদি (narendra modi)। বিজেপির (bjp) নির্বাচনী ইস্তেহারে যেমনটা বলা হয়েছিল তেমনই আমূল বদলে দেওয়া হল দেশের শিক্ষা ব্যাবস্থা। পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের নাম বদলে হয়ে গেল শিক্ষা মন্ত্রক।
দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষা হবে না আর। ১০+২ এর পরিবর্তে এবার আসছে ৫+৩+৩+৪ পদ্ধতি।প্রাক প্রাথমিককেও আনা হচ্ছে স্কুলের আওতায়। দ্বিতীয় শ্রেনী পর্যন্ত শিক্ষাকে বলা হবে ফাউন্ডেশন কোর্স।
Ministry of Human Resource Development (MHRD) to be renamed as Ministry of Education: Ramesh Pokhriyal, Education Minister pic.twitter.com/GavwlnZKDE
— ANI (@ANI) July 29, 2020
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি স্টেজ (সেকেন্ডারি স্টেজ) হিসাবে ঘোষিত হওয়ার ফলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা আর নেওয়া হবে না৷ এই ৪ বছরে ৪০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে সেমেস্টার সিস্টেমে। বোর্ড ও স্কুল উভয়েই পরীক্ষা নেবে।
National mission to focus on basic literacy and basic numeracy; major changes in the pedagogical structure of curriculum with no rigid separation between streams; all separations between vocational and academic and curricular and extra-curricular will also be removed pic.twitter.com/O5tQTwaUY9
— ANI (@ANI) July 29, 2020
পড়ুয়ারা বেছে নিতে পারবে পছন্দের বিষয়। তবে এক্ষেত্রে উচ্চ শিক্ষার সুবিধার কথা মাথায় রাখতে হবে।
Board exams will be low stakes & test actual knowledge instead of rote learning; Mother tongue to be a medium of instruction till 5th grade; report cards will be a comprehensive report on skills and capabilities instead of just marks and statements: Government of India pic.twitter.com/IcLN6J90na
— ANI (@ANI) July 29, 2020
গবেষণার ক্ষেত্রে কোর্সের সময়সীমা ৪ বছরের। এমফিল করতে হবে না। আন্ডার গ্রাজুয়েট বা স্নাতক স্তরে প্রতি বছরেই মিলবে সার্টিফিকেট। ২ বছর সম্পূর্ণ হলেভ দেওয়া হবে ডিপ্লোমা। ৩ ও ৪ বছরের পর দেওয়া হবে গ্রাজুয়েট সার্টিফিকেট।