বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকটি (Serial) কম সময়েই বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। টিআরপি তেমন না উঠলেও দর্শকরা বেশ পছন্দ করছেন কলাকুশলীদের অভিনয়। সম্প্রতি গল্পে দেখানো হয়েছে, দেবলীনার মুখোশ খুলে তার আসল পরিকল্পনা ফাঁস করে দিয়েছে কুসুম। কিন্তু এর মাঝেই জানা গেল, নতুন নায়িকার এন্ট্রি হতে চলেছে ধারাবাহিকে।
কী চলছে কুসুম সিরিয়ালে (Serial)?
বর্তমানে গল্পে দেখানো হয়েছে, দেবলীনা আর ঈশানের বিয়ে আটকে দেবলীনাকে জেলে পাঠিয়েছে কুসুম আর আয়ুষ। অন্যদিকে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়েটা মেনে নেন ইন্দ্রাণী। কিন্তু জেলে বসে দেবলীনা প্ল্যান করতে থাকে কীভাবে ইন্দ্রাণীকে প্রাণে মেরে ফেলা যায়। সেই প্ল্যান জেনে যায় কুসুম। কিন্তু সে কিছু করে ওঠার আগেই ইন্দ্রাণীকে বাঁচিয়ে দেয় মেঘা।

নতুন নায়িকার এন্ট্রি: মেঘা জানায়, ইন্দ্রাণী তার আইডল। তার জন্য ছবিও এঁকে আনে মেঘা। কিন্তু ভুলবশত কুসুম সেই ছবির উপর চা ফেলে দেওয়ায় তার উপরে রেগে যান কাকিমণি (Serial)। কিন্তু কুসুমের পক্ষ নিয়ে তাকে বাঁচিয়ে দেয় মেঘা। তার এই ব্যবহারে খুশি হয়ে ইন্দ্রাণী ইচ্ছা প্রকাশ করেন তার সঙ্গে আয়ুষের বিয়ে দেওয়ার।
আরও পড়ুন : ভাড়া মাত্র ২২৫ টাকা! নামমাত্র খরচায় সরকারি গেস্টহাউস গঙ্গাসাগরে, কীভাবে করবেন বুকিং?
কী হবে আগামীতে: একথা শুনেই মন ভেঙে যায় কুসুমের। কারণ বিজ্ঞাপনের বিয়ে হলেও নিজেকে আয়ুষের স্ত্রী বলেই মনে করে সে। যদিও সেকথা আয়ুষ জানে না। এবার যদি সত্যিই আয়ুষের বিয়ে হয়ে যায় তবে কী হবে কুসুমের?
আরও পড়ুন : বাংলাদেশের ফের হিন্দু যুবকের মৃত্যু, চোর সন্দেহে তাড়া খেয়ে জলে ঝাঁপ দেওয়ায় প্রাণ হারালেন নওগাঁয়ের মিঠুন
প্রসঙ্গত, সিরিয়ালে মেঘার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আয়েন্দ্রী রায়কে। জানা গিয়েছে, আসলে সে দেবলীনার দিদি। এবার কোন ফন্দি নিয়ে সে গাঙ্গুলী পরিবারে পা রেখেছে সেটাই দেখার।












