লাগবে মাত্র কয়েক মিনিট, মুহূর্তেই হয়ে যাবে গ্যাস বুকিং! ভরসা যোগাচ্ছে WhatsApp, দেখুন কীভাবে

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় ছিল যখন গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গ্যাস বুক করতে হত গ্রাহকদের। তবে সময়ের সাথে পরিবর্তন হয়েছে টেকনোলজির। টেকনোলজির সাহায্য নিয়ে আজ বহু কাজ ঘরে বসেই হয়ে যায়। এখন একাধিক উপায়ে ঘরে বসেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন গ্রাহকরা।

তবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য আবার একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছে। এবার থেকে whatsapp এর মাধ্যমেও গ্যাস বুকিং করতে পারবেন ইন্ডিয়ান অয়েলের এলপিজি গ্রাহকরা। এতদিন পর্যন্ত গ্রাহকরা IVRS পরিষেবা বা ইন্ডেন গ্যাসের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে সহজেই গ্যাস বুকিং করতে পারতেন।

আরোও পড়ুন : ভুলে যান পাশ-ফেলের কথা! নয়া নিয়ম আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, প্রকাশ্যে এল বড়সড় আপডেট

তাছাড়া কোম্পানির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বুক করা যায় গ্যাস সিলিন্ডার। গ্রাহকরা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে ক্যাশ বুকিং করতে পারেন। এমনকি বর্তমানে বিভিন্ন ইউপিআই অ্যাপের মাধ্যমে বুক করা যাচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার। তবে এবার আপনার আরো সহজে  বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার।

আরোও পড়ুন : শুরু হল ফাইনাল টেস্ট! ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে বড়সড় আপডেট দিল বিশেষজ্ঞ দল

দেখুন ঠিক কীভাবে অতি সহজে কাজটি করা সম্ভব। Whatsapp আমরা বর্তমানে প্রায় প্রত্যেকেই ব্যবহার করি। তাই অত্যন্ত সহজেই আপনারা whatsapp এ গ্যাস বুক করে নিতে পারবেন এবার থেকে। কিন্তু whatsapp এ কীভাবে করবেন ইন্ডিয়ান অয়েলের গ্যাস বুকিং? চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি সম্পর্কে:

blog paytm commercial lpg cylinders check prices and how to apply

প্রথম আপনার মোবাইলে সেভ করতে হবে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরটি। এরপর এই নম্বরের ইনবক্সে গিয়ে টাইপ করতে হবে REFILL। তারপর এই মেসেজটি আপনাকে সেন্ড করে দিতে হবে। গ্যাস বুকিং স্ট্যাটাস জানার জন্য এই নম্বরের ইনবক্সে গিয়ে টাইপ করতে পারেন STATUS# লিখে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর