বাংলাহান্ট ডেস্ক : গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করা হল রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। রাজ্যের এই নয়া সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন বেশ কিছু দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীরা। এরিয়ার হিসাবেও মিলবে এই বর্ধিত গ্র্যাচুইটির পরিমাণ। রাজ্য সরকারের পক্ষ থেকে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হল কিছু সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা এবং কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের।
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN) এর ওয়েবসাইটে সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।কুড়ি লক্ষ টাকা করা হয়েছে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের আওতাধীন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই সুবিধা পাবেন।
২৯ মার্চ ২০১৮ থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। এরিয়ার হিসাবে বাকি টাকা পাবেন যারা এই সময়ের মধ্যে অবসর গ্রহণ করেছেন। রোপা ২০১৯ অনুসারে এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের সর্বাধিক গ্র্যাচুইটির পরিমাণ ৬ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১২ লক্ষ টাকা করে। চাকরির সময় কাল এবং শেষ মাসে পাওয়া বেতন (Emoluments) এর ভিত্তিতে নির্ণয় হয় গ্র্যাচুইটির পরিমাণ।
সর্বোচ্চ ৩৩ বছরের গ্র্যাচুইটি দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারি কর্মচারীদের। আবার এর পরিমাণ সীমাবদ্ধ ১২ লক্ষ টাকা পর্যন্ত। অর্থ দপ্তরের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী , গ্র্যাচুইটির পরিমাণ কুড়ি লক্ষ টাকা করা হল কিছু সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা, কর্পোরেশনের ক্ষেত্রে। প্রসঙ্গত, বর্তমানে সর্বোচ্চ গ্র্যাচিউরটির পরিমাণ কুড়ি লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের।