বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় সম্প্রতি এসেছে বিরাট পরিবর্তন। স্টার জলসার নবীনতম সিরিয়াল (Serial) ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ কয়েক সপ্তাহের মধ্যেই বাংলার সেরা ধারাবাহিকের তকমা পেয়ে গিয়েছে। ইতিহাস নির্ভর সিরিয়াল শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। আর এবার সর্বোচ্চ টিআরপি নিয়ে বেঙ্গল টপারের স্থানও দখল করে নিয়েছে সিরিয়ালটি (Serial)। এবার নতুন নায়কও পা রাখলেন জনপ্রিয় ধারাবাহিকে।
চমকপ্রদ টিআরপি তুলছে রাণী ভবানী (Serial)
দীর্ঘ প্রতীক্ষার পর কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে রাজরাজেশ্বরী রাণী ভবানী (Serial)। প্রথম সপ্তাহেই সেরা পাঁচে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছিল ধারাবাহিকটি। এবার সটান প্রথম স্থানে উঠে এসেছে জলসার এই জনপ্রিয় সিরিয়াল (Serial)। এবার এক বড় চমক এল গল্পে। এন্ট্রি নিলেন নতুন নায়ক।
নতুন অভিনেতা যোগ দিলেন সিরিয়ালে: রাজরাজেশ্বরী রাণী ভবানী সিরিয়ালে (Serial) নতুন যোগ দিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। ‘রাজা রাজবল্লভ’ এর চরিত্রে এই সিরিয়ালে দেখা যাবে তাঁকে। এই ঐতিহাসিক চরিত্রটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানান মত রয়েছে। রাণী ভবানীর সাম্রাজ্যকালে তাঁর কী ভূমিকা ছিল সেটাই এই সিরিয়ালে (Serial) ফুটিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : ‘কুণাল ঘোষের আগেও কৌস্তভ বাগচীকে চিনতাম’, তৃণমূল নেতার দাবি নস্যাৎ করে সপাট উত্তর অভয়ার বাবার
কী জানালেন সায়ক: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সায়ক বলেন, ব্যক্তিগত ভাবে তাঁর ঐতিহাসিক চরিত্র পছন্দ। রাসমণি থেকে রামপ্রসাদের মতো সিরিয়ালে (Serial) এই ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ধরণের চরিত্র বরাবরই তাঁর পছন্দের তালিকায় থাকে। এবারও এই নতুন চরিত্র দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান অভিনেতা।
এবারের টিআরপি তালিকায় চমকপ্রদ নম্বর পেয়েছে রাজরাজেশ্বরী রাণী ভবানী। ৭.১ নম্বর নিয়ে প্রথম স্থানে জায়গা করেছে সিরিয়ালটি। আগামীতে নম্বর আরও বাড়িয়ে তুলতে পারে ধারাবাহিকটি, এমনটাই আশা করছেন দর্শকরা।