ট্যাক্স ফাইলিংয়ে বড় সংস্কার!২০২৬ থেকে একই বছরে আয়, কর ও রিটার্ন—সব হবে এক ‘Tax Year’-এ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ২০২৬ সালের ১ এপ্রিল থেকে দেশের কর (Income Tax) ব্যবস্থা বড়সড় বদলের মুখে। বাতিল হতে চলেছে ১৯৬১ সালের পুরনো আয়কর আইন। তার জায়গায় কার্যকর হবে নতুন ও সরলীকৃত ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ২০২৫’। সরকারের দাবি, দশকের পর দশক ধরে চালু থাকা জটিল কর কাঠামো বদলে এবার করদাতাদের জন্য আসছে আরও আধুনিক, স্বচ্ছ এবং ব্যবহারকারী-বান্ধব কর আইন। কর বিশেষজ্ঞদের মতে, নতুন আইনে ফাইলিং প্রক্রিয়া সহজ হওয়ায় সাধারণ করদাতাদের ওপর মানসিক চাপ ও ঝুঁকি অনেকটাই কমবে।

নতুন বছরে কর (Income Tax) ব্যবস্থায় বড়সড় বদল

দীর্ঘদিন ধরে পুরনো আইনটির ৮১৯টি ধারা করদাতাদের (Income Tax) জন্য বিভ্রান্তির কারণ হয়ে উঠেছিল। নতুন আইনে সেই জটিলতাই কাটছাঁট করে বিধানগুলিকে আরও সংক্ষিপ্ত ও স্পষ্ট করা হয়েছে। সহজ ভাষার ব্যবহারে করদাতারা আয়ের ধরন, প্রয়োজনীয় নথি ও বিভিন্ন নিয়ম আরও সহজেই বুঝতে পারবেন। ফলে আইনজীবী বা ট্যাক্স কনসালট্যান্টদের ওপর নির্ভরতা কমবে। ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ চালুর পর যে স্বচ্ছতা তৈরি হয়েছিল, নতুন আইন তা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। নোটিশ পাঠানোর পদ্ধতিও হবে আরও ডিজিটাল, যাতে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় তদন্ত কমে যায়।

আরও পড়ুন:নতুন নোটে আবারও ‘ভারতের ভূখণ্ড’! বছর পাঁচেক আগেকার বিতর্ক ফের উস্কে দিল নেপাল

নতুন ব্যবস্থার অন্যতম বড় পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ নতুন IT রিটার্ন ফর্ম। আগের দীর্ঘ ও জটিল ফর্মের বদলে এবার থাকছে সহজতর ও ছোট আকারের ITR। অনেক অপ্রয়োজনীয় সূচি বাদ দেওয়া হবে এবং বাড়বে প্রি-ফিলড তথ্যের পরিমাণ। ফলে চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, পেশাজীবী বা ফ্রিল্যান্সার—সকলের ক্ষেত্রেই রিটার্ন দাখিলের সময় কমবে, ভুলের সম্ভাবনাও হ্রাস পাবে। একই সঙ্গে ‘পূর্ববর্তী বছর’ ও ‘মূল্যায়ন বছর’—এই দীর্ঘদিনের বিভ্রান্তিকর ধারণাকে বদলে দেওয়া হচ্ছে এক নতুন একক শব্দে—‘Tax Year’। কোন বছরে আয়, কর (Income Tax) প্রদানের সময়সীমা এবং রিটার্ন দাখিলের সময়সীমা—সব তথ্যই এক বছরের কাঠামোয় স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

উল্লেখযোগ্য বিষয়, নতুন আইনে কর স্ল্যাব, সারচার্জ বা সেসে কোনও পরিবর্তন আনা হয়নি। কেন্দ্রের দাবি, করদাতাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা নয়, বরং নিয়মকানুনকে সহজ ও স্পষ্ট করাই এই সংস্কারের প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে অস্পষ্ট ধারা ও জটিল ব্যাখ্যার কারণে করদাতারা (Income Tax) যে সমস্যায় পড়তেন, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় নোটিশ ও বিরোধ তৈরি হত—নতুন আইন সেই ক্ষেত্রগুলি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

New Income Tax rules will be issued in 2026.

আরও পড়ুন:নতুন নোটে আবারও ‘ভারতের ভূখণ্ড’! বছর পাঁচেক আগেকার বিতর্ক ফের উস্কে দিল নেপাল

সব মিলিয়ে আগামী ২০২৬ সাল থেকে করদাতারা পাচ্ছেন এক নতুন ধরনের কর ব্যবস্থা—যেখানে নিয়ম বেশি স্বচ্ছ, ভাষা বেশি বোধগম্য এবং ফর্ম বেশি সংক্ষিপ্ত। সরকারের মতে, এই উদ্যোগ শুধু করদাতাদের (Income Tax)স্বস্তি দেবে না, বরং দেশের কর-ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং ঝামেলাহীন করে তুলবে। করদাতাদের জন্য আয়কর ফাইলিংয়ের অভিজ্ঞতা আগের তুলনায় দ্রুত, সরল এবং চাপহীন হবে বলেই মনে করা হচ্ছে।