১০ লক্ষ টাকা আয়ে দিতে হবে মাত্র এত টাকা কর! জনতাকে সুখবর দিয়ে বদলে গেল ট্যাক্স স্ল্যাব

বাংলাহান্ট ডেস্ক: শীঘ্রই সংসদে দেশের বাজেট (Budget 2023) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট মধ্যবিত্তের জন্য একাধিক উপহার থাকতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, আয়কর কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। আয়করের একটি নতুন স্ল্যাব যোগ করা হতে পারে। 

ফলে যাঁদের বার্ষিক আয় ৫ থেকে ১০ লক্ষ টাকা, তাঁরা সুবিধা পাবেন। তাঁদের কম আয়কর দিতে হবে। নতুন বছরে মধ্যবিত্তের জন্য এই উপহার দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সূত্রের খবর, যাঁদের বার্ষিক রোজগার ১০ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা বড়সড় ছাড় পাবেন। অর্থাৎ আগের চেয়ে কম আয়কর দিতে হবে তাঁদের। 

Budget 2023

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, ৫ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপর বড় বদল আনতে চলেছে সরকার। এই আওতায় নতুন একটি স্ল্যাব যোগ করা হবে। এটি হবে ১০ শতাংশের। অর্থাৎ যাঁদের বার্ষিক আয় ৫ থেকে ১০ লক্ষ টাকা, তাঁদের ১০ শতাংশ আয়কর দিতে হবে। এখনও পর্যন্ত তাঁদের দিতে হয় ২০ শতাংশ আয়কর। 

income tax dept

নতুন এই স্ল্যাবের ফলে এই ইনকাম গ্রুপের উপর থেকে করের বোঝা কমবে। পাশাপাশি, যাঁদের আয় বছরে ১০ থেকে ১৫ লক্ষ টাকা, তাঁদের উপর থেকেও কমানো হবে করের বোঝা। এই ইনকাম ব্র্যাকেটের মানুষকে এবার ২৫ শতাংশ আয়কর দিতে হবে। যদিও এর উপরের ইনকাম ব্র্যাকেটের জন্য কর কাঠামোয় কোনও বদলের পরিকল্পনা নেই। 

উল্লেখ্য, এই মুহূর্তে মোট ৫টি ট্যাক্স স্ল্যাব রয়েছে। যাঁদের আয় বছরে ২.৫ লক্ষ টাকা অবধি, তাঁদের কর দিতে হয় না। আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আয়ের মানুষকে দিতে হয় ৫ শতাংশ আয়কর। একইসঙ্গে ৫ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ের মানুষের ক্ষেত্রে রয়েছে ২০ শতাংশ কর। পাশাপাশি, ১০ থেকে ২০ লক্ষ টাকা উপার্জন করা মানুষকে দিতে হয় ৩০ শতাংশ কর। এছাড়াও ২০ লক্ষ টাকার উপরে যাঁদের আয়, তাঁরা ৩০ শতাংশ কর দেন। এই কর কাঠামোতেই আরও একটি নতুন স্ল্যাব আনার কথা ভাবছে কেন্দ্র।


Subhraroop

সম্পর্কিত খবর