এক লক্ষ চাষীকে দেওয়া হবে পোস্ত চাষের লাইসেন্স! ‘বিশেষ চাহিদা’ মেটাতে এবার নতুন সিদ্ধান্ত সরকারের

বাংলাহান্ট ডেস্ক : সরকারের পক্ষ থেকে আরো বেশ কিছু চাষীকে দেওয়া হবে পোস্ত চাষের লাইসেন্স। ২০২৩-২৪ আর্থিক বছরে নয়া লাইসেন্স নীতি অনুযায়ী কেন্দ্র এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার নতুন করে ১,১২০০০ কৃষককে পোস্ত চাষের লাইসেন্স দিতে পারে। ভারতে পোস্ত চাষ নিয়ে বিশাল করাকরি রয়েছে। সরকার এই ব্যাপারে খুবই কঠোর মনোভাব পোষণ করে।

অন্যদিকে পোস্ত বেশ কিছু ওষুধের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। তাই সরকারের পক্ষ থেকে প্রতি বছরই পোস্ত চাষের জন্য লাইসেন্স দেওয়া হয়। সাধারণত পোস্ত চাষ হয়ে থাকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। অর্থ মন্ত্রক সূত্রে খবর, এই তিনটি রাজ্যে গত বছরের তুলনায় এবার আরো বেশি সংখ্যক চাষীকে দেওয়া হবে লাইসেন্স।

আরোও পড়ুন : মনপসন্দ না হলেও পাতে রাখুন হাজারগুণের এই মাছ! অসুখ থেকে মিলবে মুক্তি

আরো ২৭ হাজার কৃষক নতুন লাইসেন্স পেতে পারেন ২০২৩-২৪ অর্থবর্ষে। মধ্যপ্রদেশে প্রায় ৫৪,৫০০, রাজস্থান ৪৭ হাজার ও উত্তর প্রদেশে ১০,৫০০ জন আফিম চাষী রয়েছেন যারা এই লাইসেন্স পাওয়ার যোগ্য। অর্থ মন্ত্রক সূত্রে খবর, পাঁচ বছরের মেয়াদে পোস্ত চাষের লাইসেন্স দেওয়া হয়েছিল ২০১৪-১৫ অর্থবর্ষে। এবার সেই সংখ্যার প্রায় আড়াই গুণ বেশি কৃষক লাইসেন্স পেতে চলেছেন।

opiumcrop

দেশে ও দেশের বাইরে সব জায়গায় বিশাল চাহিদা রয়েছে পোস্তর। অনেক ওষুধের কাঁচামাল এই পোস্ত। দিন দিন যে হারে ওষুধের চাহিদা বাড়ছে, তাতে আরও বেশি করে পোস্ত চাষের প্রয়োজন পড়ছে। সরকার বলছে নতুনভাবে লাইসেন্স দিলে একদিকে যেমন দেশীয় বাজারে ঘাটতি কমবে, অন্যদিকে, রপ্তানি ক্ষেত্রেও ভারত অন্য দেশকে টেক্কা দিতে পারবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর