বিচ্ছেদের পর জীবনে এসেছে নতুন প্রেম! অবশেষে মুখ খুললেন শোলাঙ্কি

বাংলাহান্ট ডেস্ক : টলিউড  (Tollywood) হোক কিংবা ধারাবাহিক (Bengali Serial) অথবা ওয়েব সিরিজ। সর্বত্রই চলছে তাঁর দাপট। তিনি শোলাঙ্কি রায় (Solanki Roy)। অভিনয় জগৎ হোক কিংবা ব্যক্তিগত জীবন। সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি কথা বলা পছন্দ করেননা এই অভিনেত্রী। তবে এবার অধিক বিষয় নিয়ে মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) দিলেন ভক্তদের জবাব।

সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায় ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। তাঁর অভিনীত ‘খড়ি’ চরিত্রটি ভীষণ পছন্দ করেছেন দর্শকেরা। আর সে কারণেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একাধিক ফ্যানক্লাব। আর সেখানেই ভক্তদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন অভিনেত্রী। ঠিক তখনই তাঁদের একাধিক প্রশ্নের উত্তর দিলে অভিনেত্রী।

Solanki Roy

টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। আবার তিনি নাকি প্রেম পড়েছেন জনপ্রিয় অভিনেতা সোহম মজুমদারের। যদিও এই বিষয়ে সিলমোহর দেননি কেউই। তবে অভিনেতা একবার জানিয়েছিলেন, ‘এইসব বিষয়ে আমি কথা বলতে চাইনা’।

Solanki Roy

তারকাদের যেমন ভক্তের সংখ্যা কম থাকেনা তেমনই তাঁদের নিয়ে গসিপ বা সমালোচনায় কম হয়না। কেউ কেউ কড়া জবাব দেন সমালোচনার তো কেউ আবার এড়িয়ে যান। এমনই বিতর্কিত মন্তব্যের মুখে পড়তে হয় অভিনেত্রীকেও। তবে কিভাবে সেই পরিস্থিতি সামলে ওঠেন তিনি এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আমি গসিপ সামলাই না, বরং আমাকে নিয়ে গসিপ হলে আমি মজা পাই’।

Solanki Roy

উল্লেখ্য, সোহম-শোলাঙ্কির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বেশ কয়েকদিন আগে। যদিও সেভাবে পাত্তা দেননি কেউই। অভিনেতা জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত জীবন নিয়া কথা বলতেই চাননা তিনি। টলিউডের পাশাপাশি বলিউডেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। ‘কবীর সিং’, ‘ধামাকা’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত ‘দিলখুশ’ ছবির শুটিং নিয়ে। অন্যদিকে ‘গাঁটছড়া’ নিয়ে ব্যস্ত শোলাঙ্কি।

additiya

সম্পর্কিত খবর