কবে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো? প্রকাশ্যে এল দিনক্ষণ, প্রস্তুতি শুরু রেলের

বাংলাহান্ট ডেস্ক : শহর থেকে শহরতলী জোড়ার কাজ শুরু করছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। শহরের বিভিন্ন জায়গায় চলছে মেট্রো রুটের কাজ। এগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি রুট হল ইস্ট-ওয়েস্ট (East-west Metro)। এই রুটে মেট্রো হাওড়া থেকে কলকাতায় আসবে গঙ্গার নিচ দিয়ে। প্রথম পর্যায় এই রুটে মেট্রো চলাচল শুরু হয় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত।

এরপর যুক্ত হয় শিয়ালদা। এরপর এই রুটের সাথে যুক্ত হবে এসপ্ল্যানেড ও হাওড়া। গঙ্গার (The Ganges) ওপরের শহর হাওড়াকে কলকাতার মেট্রোর সাথে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে মেট্রো করিডোর। অন্যদিকে, এই কাজ চলার সময় আসে একাধিক বাধা ও বিপত্তি। মেট্রোর কাজ চলার সময় বিপত্তি ঘটে বউবাজার এলাকায়। ফাটল দেখা যায় দুর্গা পিতুরি লেন, গৌড় দে লেন এবং স্যাঁকরা পাড়া লেনে।

অবশেষে কংক্রিটের বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে এই এলাকায়। এই এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল অন্য জায়গায়। মোট ৪৫ জনকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে মেট্রো। অবশেষে তারা নিজেদের বাড়ি ফেরেন শুক্রবার। ভালোভাবে কাজ শেষ হয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মেট্রো কর্তৃপক্ষও।

Metro

কলকাতা মেট্রো সূত্রে খবর, কলকাতার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে অস্থায়ী ট্র্যাকে ট্রায়াল রান শুরু হচ্ছে এপ্রিল থেকে। পরীক্ষামূলকভাবে আপাতত চালানো হবে দুটি রেক। মেট্রো কর্তারা আগেই জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে যাত্রী সাধারনের জন্য এই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম চালু হবে এই বছরই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর