বাংলাহান্ট ডেস্ক : যুগ পাল্টাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সিনেমার ধারাও। একসময় যে বাঙালির মন মজত শুধুই সাহিত্য নির্ভর সিনেমায়, আজ তারাই কমার্শিয়াল ছবি দেখতে হলে ছুটছেন। ফলে, নিজেদের ছবির ধরন-ধারণও বদলে ফেলেছেন পরিচালক, নির্মাতারা। কিন্তু, পুরনো কোনও কালজয়ী সাহিত্য যদি আবার পর্দায় ফিরে আসে তাহলে কী তাকে নিয়ে চর্চা না করে থাকা যায়?
হালে অবশ্য সেই আলোচনাই উঠে এসেছে খবরের শিরোনামে। কারণ, পর্দায় আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’। সম্প্রতি টলিপাড়া সূত্রে খবর, পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে এই ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি সিনেমা। সিনেমার নাম ‘ও অভাগী ‘। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে রাফিয়াদ রশিদ মিথিলাকে।
আরোও পড়ুন : ঘরে ঢুকে পড়ল চিতা! বুদ্ধি খাটিয়ে সেই ‘লেপার্ড’কেই গৃহবন্দি করল বছর ১২’র নাবালক, ভিডিও দেখে হুঁশ উড়বে
বলা ভালো, এক নতুন রূপে ধরা দেবেন এই অভিনেত্রী। মিথিলা ছাড়াও এই সিনেমার কাস্টিং রীতিমতো নজরকাড়া। অভাগীর স্বামী অর্থাৎ রসিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষকে। জমিদারের গিন্নির ভূমিকায় নজর কাড়বেন দেবযানী চট্টোপাধ্যায়।জমিদারের ভূমিকায় অভিনয় করবেন সুব্রত দত্ত। আর কাঙালী হবেন সৌরভ হালদার।
স্বভূমি এন্টারটেইনমেন্টের উপস্থাপনায়, ডাঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় বড় পর্দায় আসছে ‘ও অভাগী’। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। এর আগে ‘নন্টে ফন্টে’ ছবির পরিচালনা করেছেন অনির্বাণ। ‘ও অভাগী’ ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়-সহ আরও অনেকে।
তবে হুবহু ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনির আদলে এই ছবি তৈরি করছেন না পরিচালক। সিনেমার কাহিনির সাথে মিলিয়ে দিয়েছেন সত্তর এবং আশির দশকে।নতুন ছবি প্রসঙ্গে অনির্বাণ চক্রবর্তী বলেন, “ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনও লেখা পড়েই মনে হত সিনেমা দেখছি। ‘ও অভাগী’ হল ‘অভাগীর স্বর্গ’ গল্পটির অ্যাডাপ্টেশন। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং ইউনিক কিছু তৈরি করা হয়েছে এই ছবিতে।”
এই ছবিতে মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। এখটি সময়ে তাঁর অভিনীত চরিত্রের বয়স ১৬। আর অন্য সময়ে ৩০। দু’টিতেই তাঁকে আলাদা আলাদা করে দারুণ মানাচ্ছে বলেও জানিয়েছেন পরিচালক। ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। এবার এই ছবি দর্শকের দরবারে কতটা গ্রহণযোগ্য হয়ে ওঠে, তা মুক্তির পরই বোঝা যাবে ৷