ঠাকুর দেখা, অঞ্জলি থেকে বিসর্জন, কি কি নিয়ম মানতে হবে! পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল সরকার

প্রতি বছরের মতো এবারও কাশফুলে সেজে এসেছে শরৎ। কিন্তু এবারের পুজো অন্যরকম করোনা বিপর্যস্ত রাজ্যে এবার নেই ভিড়, জমজমাট সিঁদুর খেলা, কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ নর্মালে কিভাবে দেবী বন্দনা তারই এক গুচ্ছ নির্দেশিকা জারি করল মমতা ব্যানার্জির সরকার। জেনে নিন কি কি নিয়ম মানতে হবে

bed40 maddox square banglahunt pujo cover 2018 3
১. প্যান্ডেল হবে খোলামেলা। সিলিং খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে পূজা কমিটিগুলিকে। যদি একান্তই সিলিং রাখতে হয় তবে প্যান্ডেলের ৩ দিক রাখতে হবে খোলা।

২. প্যান্ডেলের ভিতর সামাজিক দূরত্ব বিধি মানার জন্য যথেষ্ট জায়গা রাখতে হবে। প্রয়োজনে প্যান্ডেলের মধ্যে নির্দিষ্ট দূরত্বে দাগও রাখা যেতে পারে।

৩. দর্শকদের মাস্ক পরে আসতেই হবে। কারো যদি মাস্ক না থাকে তবে পূজা কমিটিই তাকে মাস্ক দেবে। রাখতে হবে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারও। নিয়মিত স্যানিটাইজ করতে হবে প্যান্ডেল ও আসেপাশের এলাকা।

৪. পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে৷ অঞ্জলি, সিঁদুর খেলা হবে নিয়ন্ত্রিত। কোনো ভাবেই ভিড় করা যাবে না। অঞ্জলির ফুল বাড়ি থেকেই আনতে হবে প্রত্যেককে।

৫. করা যাবে না কোনো রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও বেশি ভিড় করা যাবে না।

৬. পুজোর প্রচারের সাথে সাথে করোনা বিধিও প্রচার করতে হবে। সামাজিক ও বৈদ্যুতিক মাধ্যমে করতে হবে প্রচার।

৭. পুজোর উদ্বোধন ও বিসর্জন করতে হবে নূন্যতম লোক নিয়ে৷ ভার্চুয়ালি সম্প্রচারের ব্যাবস্থা করা যাবে।

৮. পুজোর অনুমোদন সহ সমস্ত কিছু হবে অনলাইনে।

৯. তৃতীয়া থেকে খোলা যেতে পারে প্যান্ডেল।

 


সম্পর্কিত খবর