বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা লকডাউন জুলাইয়ে চারমাস পূরন করল। সংক্রমণের যা গতি প্রকৃতি তাতে আরো কয়েক মাস অনেককেই গৃহবন্দী থাকতে হবে। সেই কথা মাথায় রেখেই জুলাই মাসে jio, airtel, vodafone, bsnl এর মতো টেলিকম সংস্থা গুলি এনেছে নতুন কিছু প্ল্যান। রিচার্জের আগে জেনে নিন কোন কোম্পানি কি প্ল্যান নিয়ে এল জুলাই মাসে
ভারতের অন্যতম প্রধান টেলকম সংস্থা এয়ারটেল এবার কম দামে একটি দারুন প্রিপেইড প্ল্যান আনল। মাত্র ২৮৯ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলের সাথে ১.৫ জিবি ডেটা প্রতিদিন। সাথে রোজ ১০০ টি এসএমএস। রয়েছে ৯৯ টাকা দামের জি৫ এর সাবস্ক্রিপশন ফ্রি। বৈধতা ২৮ দিন।
এয়ারটেল আরো একটি নতুন প্ল্যান এনেছে। সংস্থার নতুন অ্যাড-অন প্ল্যানটির দাম 100 টাকা, এতে গ্রাহকরা 15 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এছাড়া সংস্থার আরো একটি প্ল্যান রয়েছে যার দাম দাম 200 টাকা, যাতে গ্রাহকদের অতিরিক্ত 35 জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে।
লকডাউনে ব্যবহারকারীদের বিনোদনের জন্য এক বছরের জন্য হটস্টারের ফ্রি সাবিস্ক্রিপশন দিয়েছে জিও। জিও জানিয়েছে, যে সমস্ত প্রিপেইড ব্যাবহারকারীরা ৪০১ টাকার প্ল্যান, ২,৯৯৯ টাকার প্ল্যান, 612 ডেটা ভাউচার, বা 1208 ডেটা ভাউচার রিচার্জ করিবেন তারা ১ বছরের জন্য এই অফারটি পাবেন।
এর আগে এয়ারটেল একটি অনুরূপ অফার চালু করেছিল যা ডিজনি + হটস্টার ভিআইপি-র বিনামূল্যে এক বছরের জন্য সাবস্ক্রিপশন দেয়। এয়ারটেল গ্রাহকেরা ৪০১ টাকার রিচার্জেই এই অফারটির লাভ পেত৷ এবার এয়ারটেলের পাল্টা হিসাবেই এই অফারটি এনেছিল জিও।
জুলাই মাসে BSNL নিয়ে এল দুর্দান্ত দুটি ওয়ার্ক ফ্রম হোম অফার৷ ১৫১ ও ২৫১ টাকার এই অফার দুটির নাম Work From Home Data Special Tariff plan, বিশদে জেনে নিন প্ল্যানদুটি সম্পর্কে
১৫১ টাকার Work From Home Data Special Tariff plan -এ গ্রাহকেরা পেয়ে যাবে ৪০ জিবি ইন্টারনেট। যার বৈধতা থাকছে ৩০ দিন। তবে ইন্টারনেট ছাড়া এই প্ল্যানে আর কোনো সুবিধা নেই। কল বা এসএমএস করা যাবে না৷ পাশাপাশি, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই প্ল্যানটি রিচার্জ এসএমএস এর মাধ্যমেও করা যাবে। ‘DATA151’ লিখে পাঠিয়ে দিতে হবে ১২৩ নম্বরে
২৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানে থাকছে ৭০ জিবি হাই স্পিড ইন্টারনেটের সুবিধা। ১৫১ টাকার প্ল্যানটি মত এটিও এসএমএস এর মাধ্যমে রিচার্জ করা যাবে। ‘DATA251’ লিখে পাঠিয়ে দিতে হবে ১২৩ নম্বরে। বৈধতা ৩০ দিন। এই প্ল্যানেও ইন্টারনেট ছাড়া এই প্ল্যানে আর কোনো সুবিধা নেই। কল বা এসএমএস করা যাবে না৷
একই সাথে, BSNL এনেছে একটি দুরন্ত প্রমোশনাল অফার। ২০ অক্টোবর তারিক পর্যন্ত আপনি যদি প্রথম রিচার্জ করেন সিমে সেই ক্ষেত্রে ১০৮ টাকায় যত খুশি কথা বলতে পারবেন। পাবেন, দিন প্রতি আনলিমিটেড ১ জিবি করে হাইস্পিড ইন্টারনেট এবং ৫০০ টি এমএমএস পাঠানোর সুবিধাও। বৈধতা ৯০ দিন।
299 টাকার ভোডাফোন প্ল্যানে প্রতিদিন 2 +2 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, 100 টি মেসেজ সহ আনলিমিটেড কলিংও দিচ্ছে সংস্থাটি। বৈধতা ২৮ দিন।
ভোডাফোনের ৪৪৯ টাকার রিচার্য প্ল্যানে সংস্থাটি ২৯৯ টাকার প্ল্যানের মতই প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে। পাশাপাশি পাবেন অতিরিক্ত ২ জিবিও। এ ছাড়াও সংস্থাটি ১০০ টি এসএমএস সহ সীমাহীন কলিংও দিচ্ছে। এই পরিকল্পনাটি 56 দিনের জন্য বৈধ হবে।
একই সাথে ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যানেও পাওয়া যাবে প্রতিদিন 2+2 জিবি ডেটা ও ১০০ এসএমএস। পাশাপাশি সমস্ত নেটওয়ার্কে ফ্রি আনলিমিটেড কলিংও পাওয়া যাবে। এর বৈধতা 84 দিনের জন্য থাকবে।