বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। সকালে সাড়ে এগারোটা নাগাদ সেনাবাহিনী গোপন সূত্রে খবর পায় যে, পাহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। এরপরেই বাহিনী পুরো বনাঞ্চল ঘিরে ফেলে এবং শুরু হয় গুলির লড়াই, যেখানে তিনজন জঙ্গি নিহত হয় (Operation Mahadev)।
জঙ্গি দমনে কাশ্মীরে নতুন অভিযান ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev)
কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের এই যৌথ অভিযানে (Operation Mahadev) দাচিগাম বনাঞ্চলের উপরের অংশে বিশেষ নজর দেওয়া হয়। অভিযান চলাকালীন আচমকা গুলির শব্দ ছড়িয়ে পড়ে, যা এলাকায় চাঞ্চল্য তৈরি করে। তদন্তকারীদের দাবি, এই তিন জঙ্গি ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য এবং এরাই পাহেলগাঁও হামলার পেছনে মূল অভিযুক্ত। কয়েকদিন আগে তাদের বিশেষ যোগাযোগ প্রযুক্তির সূত্র ধরে সেনা জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে এবং সোমবার অভিযান চালায়।
এর আগে জানুয়ারিতেও দাচিগামের গভীর জঙ্গলে TRF-র একটি আস্তানা ধ্বংস করা হয়েছিল, তখনও সেনাবাহিনীকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়। এইবারেও একই রকম প্রস্তুতি নিয়ে নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘কোথায় গেল পহেলগাঁও হামলার চার জঙ্গি?’ কেন্দ্রকে নিশানা করে ফের কটাক্ষ অভিষেকের
উল্লেখ্য, পাহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ (OperationSindoor)-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। তবে হামলায় জড়িত জঙ্গিরা ধরা না পড়ায় সংসদে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল যে, কীভাবে পাকিস্তান থেকে এসে এতবড় হামলা করে জঙ্গিরা নির্বিঘ্নে ফিরে গেল? এই প্রশ্নের মুখে মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই অভিযান (Operation Mahadev) কেন্দ্রের পক্ষে একটি বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।