তৈরি হয়ে গেল তৃণমূলের নতুন ‘ঠিকানা’, অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন হবে নতুন ভবনের

বাংলাহান্ট ডেস্ক : বাইপাশের ধারের ভবনটি ভেঙে ফেলা হয়েছিল তাও নয় নয় করে বেশ কিছুদিন। এরপর থেকে কার্যতই কোনও কেন্দ্রীয় পার্টি অফিসই ছিল না বাংলার শাসক দলের। কিন্তু এবার সব ঠিকঠাক থাকলে অক্ষয় তৃতীয়াতেই নতুন পার্টি অফিস পেতে চলেছে তৃণমূল।

এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়িতেই করা হত দলের অধিকাংশ গুরুত্বপূর্ণ বৈঠক। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অস্থায়ী পার্টি অফিস খোঁজার দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিমদের। অবশেষে মিলেছে সেই বাড়ি। আর বাড়িটি এতই পছন্দ হয়েছে দলের নেতানেত্রীদের সে সেই অস্থায়ী বাড়িটিকেই স্থায়ী রূপ দিতে চলেছে তৃণমূল। আগামী অক্ষয় তৃতীয়ার দিনেই হবে নতুন পার্টি অফিসের উদ্বোধন।

   

চিংড়িহাটা মোড়ের বাঁদিকের বাইপাস ধাবার পাশের একটি বহুতল বাড়িকেই ভাড়া নিয়ে তৈরি করা হচ্ছে তৃণমূলের নতুন এই কার্যালয়। এতদিন মূলত হোটেল এবং গেস্ট হাউস হিসেবেই ব্যবহার করা হত বাড়িটিকে। তৃণমূলের আগের অফিসটিও ছিল বাইপাসের ধারেই। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সেই অফিসটি সংস্কার করার উদ্দ্যেশ্যে ভেঙে ফেলা হয়। সিদ্ধান্ত হয়েছিল।যে ঝাঁ চকচকে করে সাজিয়ে তোলা হবে অফিসটিকে। কিন্তু তার আগেই খুঁজে পাওয়া গেল এই ‘পাকাপাকি ঠিকানা।’

এই বাড়িতিও যে দারুণ ভাবে সাজানো গোছানো তা বলাই বাহুল্য। ১৫ হাজার স্কোয়ার ফুটের বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে বসার ঘর, রিসেপশন। বিভিন্ন ফ্লোরে শীর্ষ নেতাতের জন্য ঘর, কেবিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিশেষ ঘর, প্রেস কনফারেন্স রুম, হল ঘর কী নেই এই বাড়িতে। এহেন নতুন ঠিকানা পেয়ে স্বভাবতই খুশি রাজ্য তৃণমূলের নেতৃত্ব।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর