আরও বেশি সুবিধা পাবেন কর্মীরা, নতুন একটি পেনশন স্কিম চালু করছে সরকার

বাংলাহান্ট ডেস্ক : একাধিক রাজ্যজুড়ে ওল্ড পেনশন স্কিম শুরু হতে চলেছে। বেশ কিছু সময় ধরেই এই স্কিম চালুর কথা চলে আসছে। দেশের কয়েকটি রাজ্যে চালু হচ্ছে এই স্কিম। বিভিন্ন রাজ্যগুলিতে সেইসব রাজ্যের রাজনৈতিক দলগুলি এই পেনশন (Pension) স্কিম চালু করার প্রতিশ্রুতি দিচ্ছে কারণ খুব শিগগিরই ওই সব রাজ্যগুলিতে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভবিষ্যতে এই স্কিম চালু করা নিয়ে সমস্যা হতে চলেছে। বিশেষজ্ঞদের সঙ্গে এই নয়া পেনশন স্কিমের সমস্যা নিয়ে সহমত পোষণ করেছে খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি এই আলোচনায় যুক্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নতুন পেনশন প্রকল্প। রেড্ডি সরকার এই নতুন প্রকল্পের নামকরণ করেছেন গ্যারান্টিড পেনশন স্কিম।

   

যদিও কেন্দ্রকে এই সংক্রান্ত কোনো নথি পাঠানো হয়নি। তবে অন্ধ্রপ্রদেশের সরকার এই নিয়ে জোর কদমে কাজ চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। এবং এতে নতুন পুরোনো দুই পেনশন স্কিমের বিধানই যুক্ত করা হয়েছে। এই স্কিম অনুযায়ী একজন কর্মচারী তাঁর মোট মাইনের ১০% জমা করলে, অবসর গ্রহণের পর তিনি তাঁর মাইনের অন্তত ৩৩% করে পেনশন পাবেন।

পাশাপাশি রাজ্য সরকার এতে ১০% করে জমা করতে চলেছে। এছাড়া কর্মচারীরা যদি ১৪% করে জমা করেন, অবসর গ্রহণের পর তিনি মাইনের ৪০% করে পেনশন পাবেন। যদিও এটি একটি খুবই লোভনীয় অফার, তবে দুঃখের বিষয় হলো কেন্দ্রীয় সরকার এখনো এই স্কিম চালু করার অনুমতি দেননি।

pension news

অন্যদিকে নতুন পেনশন স্কিম অনুযায়ী, অবসরের পর কর্মচারীরা একটি বড় অংকের টাকা হাতে পাবেন। যার মাধ্যমে কর্মচারী বা বিনিয়োগকারীরা ৫০,০০০ টাকা ছাড় পাবেন, এছাড়া আয়কর আইনের অধীনে তাঁরা ১.৫ লক্ষ টাকা অব্দি ছাড় পেতে পারেন। যদিও এই দুটি ব্যবস্থাই একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর