মেট্রো রুটের জন্য যাত্রী বেড়েছে ৬০ শতাংশ! ভিড় সামলাতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নিয়ে নতুন ভাবনা রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন তিনটূ রুট চালু হয়েছে। এর মধ্যে অন্যতম ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত রুটটি। এই প্রথম কলকাতায় সরাসরি বিমানবন্দর পর্যন্ত যুক্ত হল মেট্রো (Kolkata Metro) পথে। গুরুত্বপূর্ণ এই লাইনে যাত্রী সংখ্যা ভবিষ্যতে বাড়বে আরও। বর্তমানে এই রুটের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ইতিমধ্যেই যাত্রী বেড়েছে। ভিড় সামলাতে তাই এবার নতুন পদক্ষেপ নিল রেল।

দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে (Kolkata Metro) নতুন পরিকল্পনা রেলের

রেল সূত্রে জানা গিয়েছে, মেট্রোর (Kolkata Metro) নতুন রুট চালু হওয়ার পর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রী সংখ্যা একধাক্কায় বেড়েছে ৬০ শতাংশ। রেল সূত্রে খবর, বর্তমানে প্রায় গড়ে ৬৫ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। যাত্রীর ভিড় সামলাতে তাই এবার এই স্টেশনটিকে রেলের তরফে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

New plans for dumdum cantonment station due to Kolkata Metro passengers

শুরু হবে ফুট ওভারব্রিজ: জানা যাচ্ছে, নতুন দুটি ফুট ওভারব্রিজ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। ক্যান্টনমেন্ট স্টেশনের দুই প্রান্তে দুটি ওভারব্রিজ তৈরি হবে বলে ঠিক করা হয়েছে। মোট ১৩ কোটি টাকা খরচে ওভারব্রিজ দুটি তৈরি হবে বলে জানা যাচ্ছে। মূলত মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্যই এই ওভারব্রিজ দুটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় পরিচয়, শৌচালয়ে ধর্ষণ মহিলাকে! গ্রেফতার জনপ্রিয় সিরিয়াল অভিনেতা

কোথায় তৈরি হবে ব্রিজ: রেল সূত্রে খবর, ওভারব্রিজ দুটি ৬ মিটার চওড়া হবে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো (Kolkata Metro) স্টেশনকে প্রথমে ১ নম্বর প্ল্যাটফর্ম এবং তারপর ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করবে এই ওভারব্রিজ। পাশাপাশি প্ল্যাটফর্ম ১ এ এসক্যালেটর, মেট্রোর দিকের প্ল্যাটফর্ম ২ এবং ৩ এ লিফট ও রেলওয়ে সার্কুলেটিং এলাকাতেও থাকছে লিফটের ব্যবস্থা।

আরও পড়ুন : নারী ক্ষমতায়নের কাণ্ডারী, বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায়ের সূচনা ‘বেলা’ ঋতুপর্ণার হাত ধরে

অন্যদিকে বারাসতের দিকের প্রান্তে ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ তৈরি হবে বলে জানা যাচ্ছে। এই ব্রিজ ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মকে পরস্পরের সঙ্গে যুক্ত করবে। রেল সূত্রে খবর, দুর্গাপুজোর পর থেকেই শুরু হবে কাজ। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ওভারব্রিজের কাজ শেষ হয়ে যাবে বলে খবর। পাশাপাশি ভিড় সামলাতে প্ল্যাটফর্মও উঁচু করা হবে বলে জানা যাচ্ছে।