বাংলা হান্ট ডেস্ক : চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Stuff) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisory) এর আদলে ভারতের চিফ ইনভেস্টিগেশন অফিসার (Chief Investigation Officer) এর একটি নতুন পদ তৈরি করার কথা ভাবছে কেন্দ্র। সর্বোচ্চ স্তরে আলোচনা অনুসারে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau of Investigation) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) প্রধানরা সিআইও-কে রিপোর্ট করবেন। ঠিক যেভাবে ভারতের তিন বাহিনী সিডিএসকে এবং দুটি গোয়েন্দা সংস্থা এনএসএ-তে রিপোর্ট করে সে ভাবেই চলবে সিআইও-র কার্যপদ্ধতি।
সূত্রের খবর, সরকার মনে করছে ইডি এবং সিবিআই-এর তদন্তের ক্ষেত্রে অনেক খামতি রয়েছে। ইডি প্রধানত আর্থিক জালিয়াতি বিষয়ে তদন্ত করে। মনোনিবেশ করে, যার মধ্যে মানি লন্ডারিং সম্পর্কিত মামলাও রয়েছে, তবে সিবিআই দুর্নীতি এবং অন্যান্য অর্থনৈতিক অপরাধের মামলাগুলিও দেখে।
Centre is reportedly considering setting up new post of Chief Investigation Officer of India (CIO) on lines of CDS who will manage operations of ED & CBI.
This is bad news for corrupt leaders.
— News Arena India (@NewsArenaIndia) August 23, 2023
দুটি সংস্থার নেতৃত্বে একজন সিআইও তাদের মধ্যে আরও ভাল সমন্বয় আনবে বলে মনে করছে সরকার। সূত্রের খবর, নতুন পদটি ভারত সরকারের সচিব পদমর্যাদার হবে। জানা যাচ্ছে, বিদায়ী ইডি প্রধান সঞ্জয় কুমার মিশ্রকে প্রথম সিআইও হিসেবে নিয়োগ করা হতে পারে।
মিশ্রকে সম্প্রতি সুপ্রিম কোর্ট ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইডি প্রধান হিসাবে কাজ করার অনুমতি দিয়েছে। অবশ্য সুপ্রিম কোর্ট তার অবসর নেওয়ার পর কেন্দ্র সরকার তাকে দেওয়া এক বছরের দুটি এক্সটেনশনকে বেআইনি বলে উল্লেখ করেছে।
তবে ‘বৃহত্তর জনসাধারণ ও জাতীয় স্বার্থে’ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় মিশ্রকে তাঁর কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে বলে জানা যাচ্ছে। সূত্র জানিয়েছে যে ১৫ সেপ্টেম্বর মিশ্র দফতর থেকে সরে যাওয়ার আগে সিআইও-র পদ তৈরি করা হতে পারে। তারা বলেছে যে ইডি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনে এবং কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীনে সিবিআই-এর অধীনে কাজ করবে।